সুদেষ্ণা মণ্ডল, বারুইপুর: ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বারুইপুর থানার অন্তর্গত পিয়ালী স্টেশনের কাছে। মৃত ব্যক্তির নাম ৪৩ বছর বয়সী নিপু সরকার। তিনি ব্যবসায়ী ছিলেন। ঘটি গরম চানাচুর এর ব্যবসা করতেন।
আরও পড়ুন-Duare Sarkar: নতুন বছরে দুয়ারে টিকা, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পেই মিলবে ভ্যাকসিন
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্টেশনে ধারে নিপু সরকার খইনি বানাতে বানাতে যাচ্ছিলেন। এমন সময় রেল লাইন পার করার সময় অসচেতন হয়ে তিনি পা হড়কে পড়ে যান। এরপরেই একটি ট্রেনের যে তার পায়ের উপর দিয়ে চলে যায়।
এরপর সঙ্গে সঙ্গে নিপু সরকারকে এলাকার মানুষ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চিকিৎসা করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। নিপু সরকারের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বারইপুর থানা পুলিশ। পাশাপাশি পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।