নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিলেন বাঁকুড়ায় সৌরভ ভক্তরা। সোমবার বিষ্ণুপুরের দ্বারকেশ্বর নদী তীরের প্রাচীন ষাঁড়েশ্বর মন্দিরে গিয়ে জেলার ক্রিকেট প্রেমী ও সৌরভ ভক্তরা তাঁর নামে পুজো দিলেন। জ্বালানো হল মঙ্গলদ্বীপ।
প্রসঙ্গত, গত শনিবার সকালে হঠাৎই বেহালায় নিজের বাড়িতেই চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম করতে করতেই তিনি পড়ে যান খবর। দ্রুততার সঙ্গে তাঁকে ভরতি করা হয় উডল্যাণ্ড। সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন সৌরভ প্রেমীরা। সকলেই চাইছেন খুব দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরে আসুন কলকাতার মহারাজ, বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
ষাঁড়েশ্বর মন্দিরের পুরোহিত প্রদীপ গোস্বামী বললেন, “অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের মঙ্গল ও দ্রুত সুস্থতা কামনায় পুজো দেওয়া হল। খুব দ্রুত সৌরভ সুস্থ হয়ে যাবেন”। সৌরভের সুস্থতা কামনায় ষাঁড়েশ্বর মন্দিরে পুজো দিতে আসা নির্মলেন্দু দত্ত বললেন, “মহারাজ বারবার প্রমাণ করেছেন এভাবেও ফিরে আসা যায়। এই শারীরিক অসুস্থতাকে জয় করে তিনি আবারও ফিরে আসবেন। তাঁর সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে বিষ্ণুপুর, বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে রাজ্য, দেশ ও সারা বিশ্বের বাঙ্গালী ও সৌরভ ভক্তেরা মিলে পুজো দিলেন”।