দোকানে চুরির পর আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতিরা, তদন্তে পুলিশ

0
28

নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: চরম অমানবিকতা শিকার হলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক ব্যবসায়ী। গভীর রাতে দোকানে চুরির পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার সরবেড়িয়ার সাঁকো এলাকায়।

ঘটনার খবর পেয়ে শনিবার পরিদর্শনে আসেন মহিষাদল থানার পুলিশ আধিকারিকেরা। ঘটনা প্রকাশ্যে আসার মতো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল সহ বিস্তীর্ণ এলাকায়। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার সাঁকো গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকান রয়েছে।

- Advertisement -

অভিযোগ, শুক্রবার গভীর রাতে চায়ের দোকানে চুরির পর আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। রাতেই টহলদারি এক সিভিক ভলেন্টিয়ারের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব শেষ। ভূষিভূত হয়ে যায় চায়ের দোকান। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৫০ হাজার টাকারও বেশি।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক জয়দেব প্রামানিক বলেন, ‘‘শুক্রবার রাত ২ টো নাগাদ দোকানে আগুন লাগে। আগুন লাগানোর আগে জিনিসপত্র চুরি করে নেয়। কিভাবে আগুন লেগেছে জানি না। কে বা লাগিয়ে দিয়েছে। সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে জানতে পেরে ছুটে আসি। বিষয়টি পুলিশকে জানিয়েছে৷’’

মহিষাদল থানার ওসি প্রলয় চন্দ্র জানান, ঠিক কি কারনে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের আগে কিছু বলা সম্ভব হবে না বলে জানান তিনি৷ সেই সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ৷