
সুমন আদক, হাওড়া: ছাত্রদের স্কুলমুখী করতে অভিনব সিদ্ধান্ত হাওড়ার স্কুলের। এবার থেকে প্রতি মাসের নির্দিষ্ট একটি দিনে কেক পেস্ট্রি সহকারে ছাত্রদের জন্মদিন পালন করা হবে। অভিনব এই উদ্যোগ নিয়েছে হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দির।
বস্তুত, এই স্কুলের পড়ুয়াদের সিংহ ভাগের পরিবারের সামাজিক অবস্থান নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। ফলে এই সমস্ত পরিবারের সন্তানদের জন্মদিন বাড়িতে ঘটা করে পালন করা সম্ভব হয় না। তাই এই সমস্ত ছাত্রদের পাশে এবার এগিয়ে এল তাদের স্কুল। হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষকরা মিলে স্থির করেছেন বছরের বারো মাস ধরেই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন বেছে সেই মাসে জন্মদিন রয়েছে এমন ছাত্রদের বেছে নিয়ে স্কুলের ক্লাসরুমেই জন্মদিন পালন করা হবে।
প্রধান শিক্ষক খোকন দাস জানান, আমাদের স্কুলে যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের পরিবার নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। এরা হয়তো বাড়িতে তাদের সন্তানদের জন্মদিন ঠিকভাবে পালন করতে পারেন না। তাই এদের পরিবারের সন্তানদের মুখে হাসি ফোটাতে আমরা স্কুলেই প্রতি মাসের অন্তত একটা দিন তাদের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই মাসে যে যে ছাত্রের জন্মদিন তাদের একসঙ্গে ওই একটি দিন এই জন্মদিন পালন করা হবে এবং কেক পেস্ট্রি সহকারে ওরা জন্মদিন উপভোগ করবে। এর মাধ্যমে একদিকে যেমন স্কুল ছুট ছাত্রদের আবার বিদ্যালয়মুখী আমরা করতে পারব। তার পাশাপাশি তাদের অনাবিল আনন্দ দিতে পারব।
স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়োতে শুরু করেছে সমাজের।
আরও পড়ুন: বিয়ের ১৭ বছর পরেও অত্যাচার, সহ্য করতে না পেরে আত্মঘাতী বধূ