মিলন পণ্ডা, মারিশদা: জঙ্গলের ঝোপ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন। চাঞ্চল্যকর ঘটনাটি করেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা থানায় গামাডুলি গ্রামে।
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম প্রবাল সিংহ (২১)। শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন৷
পরিবারে সদস্যরা খোঁজাখুঁজি করলেও কোথাও তাঁর সন্ধান পায়নি। বাড়ি থেকে কিছু দূরে ওই যুবকের মামার বাড়ি। শনিবার স্থানীয় বাসিন্দারা ফুল তুলতে গিয়ে মৃতদেহটি নজরে আসে। এরপর তারা মারিশদা থানায় পুলিশকে খবর দেন। পুলিশ এসে তড়িঘড়ি করে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন তা তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও এই বিষয়ে পরিবারে তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷