আসানসোল: বাড়িতে ফোন করে অপহরণের কথা জানায় মেয়ে নিজেই। তাই তার কথা সত্যিভেবে পুলিশের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলে সকলের সামনে আসে এক রহস্যময় ঘটনা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডে। তরুণীর পরিবারের সদস্যরা জানিয়েছে, ওই তরুণী রানিগঞ্জে (Raniganj) একটি চক্ষু হাসপাতালে সেবিকার কাজ করত। প্রতিদিনের মতো গত সোমবারও কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন তরুণী। সারাদিন মেয়ের সঙ্গে আর কোনও কথা হয়নি তাঁদের। বিকেলে একটি ফোন আসার পর তাঁরা জানতে পারেন তাঁদের ২১ বছর বয়সী মেয়েকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, অপহরণকারী মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা চেয়েছে।
এরপরই মেয়েকে উদ্ধার করতে তরুণীর পরিবারের লোকেরা ছুটে যায় আসানসোল (Asansol) দক্ষিণ থানায়। মেয়েকে ফিরিয়ে আনার জন্য অভিযোগ করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশের সামনে আসে এক চাঞ্চল্যকর ঘটনা। তদন্তের জন্য পুলিশ তরুণীর ফোন নম্বরের কল রেকর্ড দেখে জানতে পারে। একটি বিশেষ নম্বর থেকে ঘন ঘন ফোনে আসত তরুণীর নম্বরে।
এরপর ওই ফোন নম্বরটির Location-ও দেখে পুলিশ জানতে পারে এটি কলকাতার (Kolkata) একটি জায়গায় রয়েছে। তদন্তের উদ্দেশ্যে সেই জায়গায় পৌঁছে যায় পুলিশ। সেই জায়গায় গিয়েই পুলিশ ওই তরুণী সহ এক যুবককে উদ্ধার করে। এরপর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই যুবকের সঙ্গে সময় কাটানোর জন্য তরুণী নিজেই এই অপহরণের ফাঁদ পেতেছিল। গত মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয় তরুণীকে। তারপর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তাঁর গোপন জবানবন্দিও নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কিন্তু তরুণীর ওই বন্ধুর বিরুদ্ধে যেহেতু কোনও অভিযোগ দায়ের হয়নি, তাই পুলিশ তাঁকে হেফাজতে নেয়নি।