রাজনীতির ‘দাপটে’ পুড়ল ১০০ দিনের প্রকল্পে তৈরি আমবাগান

0
33

বাঁকুড়া: একশো দিনের প্রকল্পে এলাকাবাসীর আয় বৃদ্ধি করতে তৈরি করা হয়েছিল আমের বাগান৷ বাগানে ছিল আরও অন্যান্য ফলের গাছও৷ বুধবার রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে ফেলল আস্ত সেই ফলের বাগান৷ বাঁকুড়ার ছাতনার শুশুনিয়া এলাকার ফপসা-মেট্যালা এলাকার ঘটনা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

ঘটনার নেপথ্যে স্থানীয় রাজনীতি থাকতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন ১০০ দিনের প্রকল্পে তৈরি সংশ্লিষ্ট বাগানের সুপারভাইজার৷ তাঁর দাবি, ‘‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে৷’’ ঘটনার নেপথ্যে স্থানীয়দের একাংশের হাতও দেখছেন তিনি৷ ইতিমধ্যে পুলিশকে সেকথা জানিয়েওছেন৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

- Advertisement -

জানা গিয়েছে, একশো দিনের কাজ প্রকল্পে ওই এলাকায় আমের বাগান সহ বেশ কিছু ফলের গাছ লাগানো হয়েছিল। বুধবার রাতে আচমকা সেই আমবাগানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ছাতনা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব শেষে হয়ে গিয়েছে৷ বস্তুত, ওই আমবাগানের কাজের সঙ্গে জড়িয়েছিলেন স্থানীয়দের একাংশ৷ রাতের অন্ধকারে এভাবে আগুনে আস্ত বাগান পুড়িয়ে দেওয়ায় শোকের ছায়া তাঁদের চোখে মুখে৷

আরও পড়ুন: বাঙালি হয়ে বাংলা ছবি দেখেন না, ‘গর্বিত বাঙালিকে’ যা বললেন অভিনেতা সোহম