
শিলিগুড়ি: কনকনে ঠান্ডার মধ্যেও নতুন করে তেতে উঠছে দার্জিলিং শহরের রাজনৈতিক আবহাওয়া৷ সৌজন্যে, পৃথক গোর্খাল্যান্ডের দাবি। কাকতালীয়ভাবে সেই দাবিতে সামিল রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএমও৷ বস্তুত, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রবিবার একই মঞ্চে দেখা গেল বিমল গুরুং ও বিনয় তামাংকে৷ প্রতিবাদী সেই মঞ্চে শামিল সিপিএমও৷
বস্তত, গোর্খাদের স্বার্থে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল যৌথ উদ্যোগে গড়েছে ‘গোর্খা স্বাভিমান মঞ্চ’। রবিবার ক্যাপিটাল হলে ওই মঞ্চের তরফেই আয়োজন করা হয়েছিল এক সভার৷ সেখানেই পাশাপাশি দেখা গেল বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ড-সহ সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠককে। কেউ সরাসরি, কেউ বা কৌশলে গোর্খাল্যান্ডের দাবি জানালেন৷
গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের দাবি, ‘‘হিংসাত্মক আন্দোলন হবে না। তবে গোর্খাদের স্বার্থে পাহাড়ে গোর্খাল্যান্ডের প্রয়োজন। তাই ওই দাবি পূরণে আন্দোলনের প্রস্তুতি৷’’ হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, ‘‘উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চেষ্টা চলছে৷ কিন্তু আমরা চায়, গোর্খাদের ,স্বার্থে গোর্খাল্যান্ড৷’’ কৌশলে গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়েছেন বিনয় তামাংও৷ তিনি বলেন, ‘‘গোর্খারা আত্মসম্মানের সঙ্গে বাঁচুক, এটাই আমাদের চাওয়া। সেজন্য যেটা দরকার তা নিয়ে আন্দোলন করতেই হবে।’’
বস্তুত, মঞ্চে হাজির ছিলেন সিপিএণের সমন পাঠকও৷ তিনি সরাসরি গোর্খাল্যান্ডের দাবির কথা বলেননি৷ বরং গোর্খাদের সম্মান ও ভবিষ্যতের প্রশ্নে পাশে থাকার বার্তা দিয়ে পরোক্ষে ওই দাবিকেই জানিয়েছেন সমর্থন৷ যদিও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপার দাবি, ‘‘ওরা মুখে গোর্খাদের দাবির কথা বললেও আদতে ঘুরপথে পুরবোর্ডের দখল নিতে চায় বিরোধীরা৷ সেই ফন্দি আঁটতেই এই বৈঠক৷’’
আরও একধাপ এগিয়ে সিপিএমের ‘আদর্শ’ নিয়ে প্রশ্ন তুলেছেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী৷ তাঁর কথায়, ‘‘সিপিএমের অশোক ভট্টাচার্য বলছেন, তাঁরা গোর্খাল্যান্ডের সমর্থক নন। অথচ তাঁদের দলের সম্পাদক গোর্খাল্যান্ডের দাবিতে আয়োজিত সভায় উপস্থিত। এর থেকেই স্পষ্ট বামেরা আদর্শচ্যুত হয়েছে। অস্তিত্ত্ব বাঁচিয়ে রাখতে যাকে পাচ্ছে তার সঙ্গে হাত মেলাচ্ছে।’’
আরও পড়ুন: বেফাঁস মন্তব্য নয়, সৌমিত্রকে ‘সতর্ক’ করল বিজেপি
আরও পড়ুন: কাঁথির ২২ গজে মুখোমুখি বাপ-বেটা, বুড়ো হাড়ের ভেলকি দেখলেন Madan Mitra
আরও পড়ুন: Gangasagar: তীর্থযাত্রীদের ‘রাস্তার ভিখিরি’ বানিয়ে ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি, সরব নেটিজনেরা