সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধার বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির কাঠাল বাড়ি এলাকায়৷ ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রতিবেশী ওই বৃদ্ধার পরিবারের বিরুদ্ধে সরকারি কল নোংরা করে রাখার অভিযোগ ওঠে। তার প্রতিবাদ করতে যান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপর্ণা রায়। পরবর্তীতে তাঁর উপর হামলা চালানো হয়। মারধরে তাঁর মুখে আঘাত লেগেছে, মাথায় বুকে মারধর করেছে বলে অভিযোগ ওঠে।
ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অপরদিকে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বৃদ্ধা দিন বালা রায়। তার অভিযোগ, সরকারি কল থেকে জল নিলেও আপত্তি কর্মাধ্যক্ষার। বুধবার দিন বালা রায় জল আনতে গেলে বাধা দেন সুপর্ণা দেবী। সেই সময় বচসা বাঁধে।