মুখ্যমন্ত্রী বেকারদের ক্রিমিনাল তৈরি করছেন, দাবি দিলীপের

0
18

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বরাবরই তিনি স্পষ্ট বক্তা৷ সব সময় তাঁর কাছে বিরোধীদের তুলোধনা করা কোনো ব্যাপার না৷ তাই ফের জেলা সফরে গিয়ে আরও একবার তৃণমূল কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার বাগডোগরার পোখাইজোত এলাকায় এক সভায় তিনি উপস্থিত হন৷

সেখানেই তিনি বলেন, ‘‘রাজ্যে চাকরি এবং শিক্ষা একেবারেই শেষ হয়ে গিয়েছে৷ কিছুদিন পর দিদিমণি পুরোপুরি স্কুল-কলেজকে বন্ধ করে দেবে৷ তারপর বেকারদের চপ শিল্প শেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিক্ষা ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে৷ তাই মিড ডে মিলে এখন আর খাবার পাওয়া যাচ্ছে না৷’’

- Advertisement -

দিলীপ ঘোষের কথা, ‘‘রাজ্য চাকরি বা ব্যবসা কোনোটাই নেই৷ মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে বেকারদের ক্রিমিনাল তৈরি করছেন৷ আর যারা নিজেদের ভবিষ্যত নষ্ট করতে চাইছেন না৷ তাঁরা ভিন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছেন৷ রাজ্যে একের পর এক প্রকল্প চালু করছেন মুখ্যমন্ত্রী৷ টাকা আসবে কোথা থেকে? এটা উনি ভেবে দেখছেন না৷’’

‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন৷ আমি আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখছি৷ কারণ বিজেপি সব সময় মানুষের পাশে আছে৷ তাই সব ধরণের সুযোগ সুবিধা আপনারা পাবেন৷ নিজের ভোটটা নষ্ট না করে বিজেপিতে দিন৷’’ এই বলে বিজেপি নেতা তাঁর বক্তব্য শেষ করেন৷