রাত পোহালেই TET পরীক্ষা, অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে বাড়তি নজরদারি

0
45

খাস প্রতিবেদন: রাত পোহালেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। তার আগে রাজ্যের জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এবার থাকছে বাড়তি নজরদারি। ব্যবস্থা করা হয়েছে সিসিটিভি ক্যামেরার।

সূত্রের খবর, এবার বাঁকুড়া জেলায় ৮৬ টি পরীক্ষা কেন্দ্রে ৩৯ হাজার ৮০০ জন চাকরী প্রার্থী পরীক্ষা দেবেন। পরীক্ষা সুষ্ঠু ও অবাধ পরিচালনার জন্য ১০০ জন আধিকারিক সহ প্রায় ১ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। একই সঙ্গে সমস্ত চাকরী প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মেটাল ডিরেক্টর দিয়ে তল্লাশি, সিসিটিভি-র ব্যবস্থা রয়েছে। থাকবেন চিকিৎসকও। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারির পাশাপাশি এবার এই জেলায় হেল্প লাইন চালু করা হয়েছে। পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে ০৩২৪২-২৫৪৭৩৫ ও ২৪০৩৫৪ নম্বরে যোগাযোগ করতে পারেন বলেও জানানো হয়েছে।

- Advertisement -

এদিন সোনামুখীর একটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেল জোরকদমে চলছে পরীক্ষা প্রস্তুতি। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকরা এদিন থেকেই কাজে লেগে পড়েছেন। চলছে সর্বত্র ঝাড়পোছ থেকে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থার আয়োজন ও সিসিটিভি লাগানোর কাজও। সোনামুখী বিজে হাই স্কুলের সহ প্রধান শিক্ষক বিজয় এস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘টেট পরীক্ষার প্রস্তুতি প্রায় সারা। এবার বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের বসার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে।’’ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মীরা সকলেই সকাল থেকেই এই কাজে নিয়োজিত আছেন বলে তিনি জানান। অন্যদিকে উত্তর ২৪ পরগণার হাবড়া শ্রী চৈতন্য কলেজে দেখা গেল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বসার জায়গা চিহ্নিতকরণের কাজ হচ্ছে, লাগানো হচ্ছে সময় নির্ণায়ক ঘড়ি।

আরও পড়ুন: কাঁথিতে শুভেন্দুর সভায় আসতে পারেন যোগী আদিত্যনাথ, তুঙ্গে তৎপরতা