দিঘা: সৈকত নগরী দিঘায় (Digha) ভয়াবহ অগ্নিকাণ্ড। ভষ্মিভূত প্রায় দুটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ক্ষতি প্রায় লক্ষাধিক টাকার। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। এরকম একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) নিউ দিঘার ক্ষনিকা ঘাট এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে সেখানের একটি খাওয়ার দোকানে ওয়েল্ডিং কাজ হচ্ছিল। আচমকাই আগুনের ফুলকি পাশের একটি মাদুর দোকানে পড়ে যায়। দোকানটি বন্ধ থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায় এবং দমকল বাহিনীকে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। একটি দোকানে ওয়েল্ডিং-এর কাজ করার সময় আগুন লাগে বলেই প্রাথমিক অনুমান পুলিশের। তবে এই অগ্নিকাণ্ডে প্রায় ৫-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে।
অন্যদিকে, দমকল বাহিনী দেরিতে ঘটনাস্থে আসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে আসেন দিঘা থানার ওসি (ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক) অভিজিৎ পাত্র। তাঁর নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী সমিতির সদস্য গোপাল আদক বলেন, “দোকানের শাটার বন্ধ থাকার কারণেই আগুন নেভাতে সময় লেগে যায়। যদিও এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।” এই ঘটনাস্থলে দিঘা থানার ওসি বলেছেন, “এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। আগুনের ফুলকি থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করছি। তদন্ত করে দেখা হচ্ছে।”