খাস ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটে উত্তর দিনাজপুর এলাকায়। সোমবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।
জানা গিয়েছে, চোপড়া থানার কালাগছ বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে একটি NBSTC-র বাস খারাপ হওয়ার কারণে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই বাসটি শিলিগুড়ি মুখী বাস। ওই বাসের পিছনেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে পিক আপ ভ্যানের চালক জখম হয়।
শোনা গিয়েছে, শিলিগুড়ি মুখী ওই বাসটিতে পিকআপ ভ্যানটি দূরন্ত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা মারে। ওই ভ্যানের গতি এতটাই বেশি ছিল যে বাসের পিছন সাইডের কিছুটা অংশ ভেঙে সামনের দিকে চলে আসে পিক আপ ভ্যানটি। এই ঘটনার কথা জানতে পেরে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ।