কলকাতা: আরজিকর কাণ্ড বর্তমানে অগ্নিরূপ ধারণ করেছে সমগ্র বাংলায়। এই ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন চিকিৎসকেরা। প্রতিবাদের স্বর শোনা গিয়েছে রাজ্যের দিকে দিকে। ন্যায়বিচারের আশায় গত ১৪ অগস্ট রাতে রাজপথে নেমেছিলেন অসংখ্য মানুষ। মহিলাদের রাজপথ দখলে সামিল হয়েছিল পুরুষেরাও। কোথাও দেখা গিয়েছিল মোমবাতি হাতে মহিলা পুরুষেরা একত্রিত হয়েছিলেন। কোথাও আবার ন্যায়বিচারের স্লোগান উঠেছিল সকলের মুখে মুখে।
আর এই ঘটনার প্রতিবাদেই এবার কর্মবিরতির পথে হাঁটলেন অধ্যাপক (Professor) এবং শিক্ষকেরা। জানা গিয়েছে, আগামী শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত অরবিন্দ ভবনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন। এমনকি এই দিন কর্মবিরতিরও কথা জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) শিক্ষকমণ্ডলী।
যাদবপুর শিক্ষকমণ্ডলীর অধিকাংশের দাবি, আরজিকর কান্ডের ধর্ষণ এবং খুনের তথ্য লোপাটের চেষ্টা, ডাক্তারি পড়ুয়া খুনের ন্যায়বিচার, হাসপাতালে ভাঙচুর, ডাক্তার-শিক্ষক-নার্সদের উপর হওয়া আক্রমণের প্রতিবাদেই তাঁরা এই কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের আশায় কেবল পশ্চিমবঙ্গ নয় রাস্তায় নেমেছে মুম্বই (Mumbai), দিল্লি (Delhi), ব্যাঙ্গালুরু (Bengaluru) সহ ভারতবর্ষের একাধিক জায়গায় থাকা মহিলারাও।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতার আরজিকর হাসপাতাল। জানা গিয়েছে, চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন সেইদিন রাতে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, নির্যাতন এবং ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই চিকিৎসককে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। তবে বর্তমানে সম্পূর্ণ ঘটনার তদন্ত করছেন সিবিআই। এই ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ (West Bengal)।