ডায়মন্ড হারবার: বর্তমানে গোটা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এবার স্কুলের ভিতরেই এক পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। বিক্ষোভ দেখায় স্কুলের সামনে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অবশেষে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এবং র্যাফ।
ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার নোদাখালী থানার অন্তর্গত মুচিশা প্রাথমিক বিদ্যালয়ে। সূত্রের খবর, গত শুক্রবার স্কুলের ভিতরেই এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি করে ওই স্কুলেরই এক শিক্ষক মহাদেব বেরা। স্কুল থেকে বাড়ি ফিরে ওই ছাত্রী গোটা বিষয়টি তাঁর মা-বাবাকে জানায়। তারপরই ওই ছাত্রীর মা-বাবা স্কুলের বাকি অভিভাবকদের বিষয়টি জানায়। ঘটনাটি শুনে শুক্রবার সমস্ত অভিভাবকেরা স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।
খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ স্কুলে এসে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় ধৃত ওই শিক্ষককে মারারও চেষ্টা করে অভিভাবকেরা। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ (Police) বাহিনী এবং র্যাফ। ঘটনাস্থলে আসেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ধৃত শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহেই সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা কোথায়? স্কুলের ভিতরে এক পড়ুয়াকে শ্লীলতাহানির ঘটনায় ফের এই প্রশ্ন তুলেছে স্কুলের অভিভাবক সহ সাধারণ মানুষ।