মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: বাংলাদেশ, অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ দখল করা পরিকল্পনা করছে জেহাদীরা৷ তারা আগামী দিনে সঠিক জবাব পাবে৷ এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। তাহলে কি আগামী দিনে ভারতের তিনটি রাজ্য বাংলাদেশের মতনই দখল করা পরিকল্পনা করছে? শনিবার উওর কাঁথি বিধানসভার নামালডিয়া বিজেপির দলীয় পার্টি অফিসে রক্তদান শিবিরে আয়োজন করা হয়।
এদিন দুপুরে রক্তদান শিবিরে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামে বিধায়ক শুভেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিহনা, মণ্ডল সভাপতি দেবদাস মাইতি, কাঁথি ৩ ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা রাজশেখর মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা।
আরজিকরে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মহিলা চিকিৎসককে ধর্ষণ করার পর খুন হল৷ বাংলায় নারীদের নিরাপত্তা কোথায় গিয়েছে সমাজ দেখতে পাচ্ছে?’’
বাংলাদেশ সরকার ভেঙে পড়া নিয়ে তিনি দাবি করে বলেন, ‘‘বাংলাদেশ, অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ দখল করা কথা ভাবছে জেহাদীরা আগামী দিনে সঠিক জবাব পাবে৷
হিন্দু ভোট বাড়ালে পশ্চিমবঙ্গের সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। হতাশ হবেন না৷ মোদীজি ফের প্রধানমন্ত্রী হয়েছেন। ৩৯ শতাংশ ভোট আমরা পেয়েছি৷ এরমধ্যে সংখ্যালঘু (মুসলিম) ভোট নেই। সব হিন্দু ভোট৷ চার শতাংশ ভোট বাড়াতে পারলে পিসি ও ভাইপো কুপোকাত৷’’