খাসডেস্ক: এই নিয়ে চার চারবার। সুপ্রিমকোর্টে (SUPREME COURT) উঠতে চলেছে আরজি কর মামলা। অন্যবারের মতো সকাল সকাল নয়। বেলা ২ টো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুরু হবে মামলার শুনানি। আজ, সোমবার কোন দিকে থাকবে সুপ্রিম কোর্টের নজর। সেটাই আলোচ্য বিষয়। গতবারের শুনানিতে সিবিআই (CBI) এর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত হয়েছিলেন খোদ প্রধান বিচারপতি। জানা যাচ্ছে গত ১২ দিনে তদন্ত কোন পথে এগিয়েছে এবার সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত কয়েকদিনে বার বার সিবিআই (CBI) এর জেরার মুখে পড়েছেন আরজি করে (R G KAR) নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। সিবিআই এর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন বিরুপাক্ষ বিশ্বাস, অভিক দে। মর্গ কর্মী, হোটেল কর্মচারী, হোটেল মালিক। সিবিআই এর জেরার মুখে সকলে পড়েছেন একে একে। অর্থাৎ তদন্তের সাঁড়াশি চাপ যে বাড়িয়েছে সিবিআই তা একপ্রকার স্পষ্ট। জেরায় নতুন করে কিছু তথ্য উঠে এল কিনা সেদিকে এখন থাকবে নজর।
আরও পড়ুন : গ্যাংস্টার হওয়াই কি টার্গেট, দিল্লি গুলিকাণ্ডে দুষ্কৃতীরা পালানোর আগে ফেলে গেলেন পছন্দের বই
গত ১২ সেপ্টেম্বর নির্যাতিতার বাবার সিবিআই (CBI) তদন্তকারী অফিসারকে লেখা চিঠির প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর শেষ শুনানির দিন সিবিআইকে নির্যাতিতার বাবার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এক্ষেত্রে কোনও নতুন লিড উঠে এল কি না সিবিআই হলফনামায়, নজর থাকবে সেদিকে। সুপ্রিম কোর্টের (SUPREME COURT) নির্দেশ ছিল, ১৭ সেপ্টেম্বরে শুনানির পর তিন দিনের মধ্যে হাসপাতালের নিরাপত্তা বিষয়ক বিষয় দেখার জন্য মনিটরিং কমিটি গঠন করতে হবে। প্রত্যেক হাসপাতালে গোপন গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম, যৌন হেনস্থা রুখতে কমপ্লেন্ট কমিটি এবং হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে কাউন্সেলিং সেন্টার চালু করতে হবে। রাজ্য সরকার এই সংক্রান্ত কি হলফনামা দেয় সেদিকেও থাকবে নজর।