খাসডেস্ক: শহর জুড়ে চলছে মেট্রো রেলের (METRO RAILWAY) কাজ। কোথাও তৈরি হচ্ছে নিত্য-নতুন রুট, কোথাও বা চলছে ট্রায়াল। এরই মাঝে মেট্রো রেলের কাজ নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শহরে মেট্রো সম্প্রসারণের কাজ করছে আরভিএনএল নামে একটি সংস্থা। শহরের বুকে মেট্রো সম্প্রসারণের জন্য সবুজে ঘেরা ময়দান চত্বরে গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এবার সেই গাছ কাটার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: তদন্তে বড় মোড় হতে পারে এই পরীক্ষা, ধৃত সঞ্জয়কে নিয়ে নয়া সিদ্ধান্ত CBI এর
কলকাতার মোমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর কাজের জন্য ময়দান চত্বরে প্রায় ৭০০ গাছ কাটার পরিকল্পনা ছিল আরভিএনএলের। সেই পরিকল্পনার উপর পড়ল স্থগিতাদেশ। গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি, এই অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি বিভাস রঞ্জন দে-র বেঞ্চে মামলাটি ওঠে।
আরও পড়ুন: ‘লেডি ম্যাকবেথ’কে ‘শায়েস্তা’ করার দাওয়াই রাজ্যপালের, পাল্টা কড়া প্রতিক্রিয়া কুনালের
সেই মামলায় ময়দানকে ‘শহরের ফুসফুস’ বলে উল্লেখ করা হয়েছিল। মেট্রো রেলের(METRO RAILWAY)সম্প্রসারণের জন্য গাছ কাটার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতিরা। অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই মামলায়। গত ২০ জুন সেই জনস্বার্থ মামলা খারিজ করে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে।