মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: বিধোরী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথি শহরে রহংদেহী মূর্তিতে তৃণমূলের যুবনেতা ও পুরপ্রধান সুপ্রকাশ গিরি। বিজেপি’র ডাকা ১২ ঘন্টা বনধ ব্যর্থ করতে মাঠে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে বনধ সফল করতে মাঠে নামেন বিজেপি কর্মী সর্মথকেরা।
এদিকে জনজীবন স্বাভাবিক করতে মাঠে নামল তৃণমূল নেতৃত্বরা৷ একবারে রনংদেহী মূর্তিতে দেখা গেল কাঁথি পুরসভার পুরপ্রধান তথা সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। বিরোধী দলনেতা শুভেন্দুর গড় অর্থাৎ কাঁথি শহরে সকালে কাঁথির পোস্ট অফিস গেটে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।
বনধ ব্যর্থ করতে পুরপ্রধানকে সুপ্রকাশ গিরির নেতৃত্বে কাঁথি শহরে পাল্টা মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কাঁথির পোস্ট অফিস তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দুই রাজনৈতিক দলে কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন৷
বনধ সফল করতে গেট লাগানোর চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা। জনজীবন স্বাভাবিক রাখতে তৃণমূল কর্মী সমর্থকদের বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেয়। তৃণমূল কর্মী সমর্থকদের আক্রোশের মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের উপর চড়াও হয়। কাঁথি থানায় পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের হটিয়ে দেয়।
যদিও এবিষয়ে কাঁথি পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতৃত্বেরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় সকালে আংশিক প্রভাব দেখা দিলেও, বেলা গড়াতে স্বাভাবিক হয়।
মহিষাদলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তুমুল বচসা বেঁধে যায়। যদিও সকাল থেকে কাঁথি এগরা, তমলুক ও হলদিয়া অন্যান্য দিনের তুলনায় বুধবার সকাল থেকে তেমন জনসমাগম নেই বললেই চলে। রাস্তা একেবারে শুনশান। অধিকাংশ দোকানপাট বন্ধ। যান চলাচল তেমন লক্ষ্য করা যায়নি। বনধ ব্যর্থ করতে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছেন।