32 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home জেলার খবর বিজেপির ডাকা বনধ ব্যর্থ করতে রহংদেহী মূর্তিতে দেখা গেল সুপ্রকাশ গিরিকে

বিজেপির ডাকা বনধ ব্যর্থ করতে রহংদেহী মূর্তিতে দেখা গেল সুপ্রকাশ গিরিকে

মিলন পণ্ডা, পূর্ব মেদিনীপুর: বিধোরী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথি শহরে রহংদেহী মূর্তিতে তৃণমূলের যুবনেতা ও পুরপ্রধান সুপ্রকাশ গিরি। বিজেপি’র ডাকা ১২ ঘন্টা বনধ ব্যর্থ করতে মাঠে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে বনধ সফল করতে মাঠে নামেন বিজেপি কর্মী সর্মথকেরা।

- Advertisement -

এদিকে জনজীবন স্বাভাবিক করতে মাঠে নামল তৃণমূল নেতৃত্বরা৷ একবারে রনংদেহী মূর্তিতে দেখা গেল কাঁথি পুরসভার পুরপ্রধান তথা সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। বিরোধী দলনেতা শুভেন্দুর গড় অর্থাৎ কাঁথি শহরে সকালে কাঁথির পোস্ট অফিস গেটে অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা।

বনধ ব্যর্থ করতে পুরপ্রধানকে সুপ্রকাশ গিরির নেতৃত্বে কাঁথি শহরে পাল্টা মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কাঁথির পোস্ট অফিস তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দুই রাজনৈতিক দলে কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন৷

- Advertisement -

বনধ সফল করতে গেট লাগানোর চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা। জনজীবন স্বাভাবিক রাখতে তৃণমূল কর্মী সমর্থকদের বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেয়। তৃণমূল কর্মী সমর্থকদের আক্রোশের মুখে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের উপর চড়াও হয়। কাঁথি থানায় পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের হটিয়ে দেয়।

যদিও এবিষয়ে কাঁথি পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতৃত্বেরও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় সকালে আংশিক প্রভাব দেখা দিলেও, বেলা গড়াতে স্বাভাবিক হয়।

মহিষাদলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তুমুল বচসা বেঁধে যায়। যদিও সকাল থেকে কাঁথি এগরা, তমলুক ও হলদিয়া অন্যান্য দিনের তুলনায় বুধবার সকাল থেকে তেমন জনসমাগম নেই বললেই চলে। রাস্তা একেবারে শুনশান। অধিকাংশ দোকানপাট বন্ধ। যান চলাচল তেমন লক্ষ্য করা যায়নি। বনধ ব্যর্থ করতে পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করছেন।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...