বীরভূম: জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাইবার প্রতারণার শিকার। ফোন করে খুনের হুমকি এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। ফোন হ্যাকড হয়ে গিয়েছে, তাঁর ছবি, ভিডিও ডার্ক ওয়েবে ছাড়ার হুমকি দিয়েছে সাইবার প্রতারকরা। এই ঘটনার জেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই সঙ্গীতশিল্পী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় সঙ্গীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সুনিধি। তাঁর বাড়ি আসানসোল (Asansol) হলেও বর্তমানে তিনি শান্তিনিকেতনের ছাত্রী। শান্তিনিকেতনের (Santiniketan) পূর্বপল্লিতে ঘরভাড়া নিয়ে থাকেন তিনি। তবে কাজের সুত্রে বিদেশেও ঘুরে বেড়ান তিনি। গত বুধবার আচমকাই তাঁর ফোনে একটি ফোন আসে। যেখানে তাঁকে বলা হয় তাঁর নামে হায়দ্রাবাদে (Hyderabad) ক্রেডিট কার্ড তোলা হয়েছে। শুধু তাই নয় তাঁকে বলা হয় সন্দেহভাজন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁকে গ্রেফতারও করা হবে বলা হয় ফোনে।
বেশ কিছুক্ষণ এই সমস্ত কথা বলার পর তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। সঙ্গীতশিল্পীর বাবাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি প্রায় ৫ লক্ষ টাকাও নেওয়ার অভিযোগ করেছে সুনিধি। এই ঘটনার দিন অচেনা কিছু মানুষকে তাঁর বাড়ির সামনে ঘোরাফেরাও করতে দেখেন তিনি। এরপরই শান্তিনিকেতন (Santiniketan) থানায় অভিযোগ দায়ের করেন ওই সঙ্গীতশিল্পী। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পর সুনিধি নায়েক বলেছেন, “আমি এখানে থাকি, বাংলাদেশে (Bangladesh)-ও থাকি। মানসিকভাবে খুবই শক্ত আমি। তারপরও ওরা রীতিমতো মানসিক নির্যাতন করেছে। আমাকে বলা হয় ফোন সম্পূর্ণ হ্যাকড। আমার ফোন থেকে কাউকে মেসেজ করতে গেলেও ওরা জেনে যাচ্ছে। এমনকি আমায় বলা হয়েছে আমার ভিডিও, ছবি নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। গত তিনদিন ধরে যা চলেছে আমি বলে বোঝাতে পারব না। পুলিশ দেখছে সবটা। টাকা ফেরত চাই, ওরা সামনে আসুক সেটাও চাই। একইসঙ্গে আমার এবং আমার বাবার নিরাপত্তাও চাই।”