মালদহ: ফের সাফল্য অর্জন। ডাকাতি হওয়ার আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদহের ভুতনি থানা পুলিশ। ধৃতরা হল অমর মণ্ডল ও তন্ময় মন্ডল। দুজনে ভুতনি থানার এলাকারই বাসিন্দা।
আরও পড়ুন-তিনমাসের মধ্যে LIC এজেন্ট হত্যা মামলার কিনারা, গ্রেফতার অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আন্তঃরাজ্য সীমান্ত সুখসেনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ। সোমবার ধৃতদের মালদহ জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ। একইসঙ্গে আদালতে ধৃতদের নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশের দল সুখসেনা ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানেই দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে দেখে পাকড়াও করে তল্লাশি শুরু করে পুলিশ। তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সবুজ সাথীর সাইকেল ফের ‘বিক্রি’ হচ্ছে ২০০ টাকায়
সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছ একটি পাইপগান, এক রাউন্ড গুলি, দুটি হাসুয়া, একটি ধারাল চাকু। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডাকাতের কোন ছক ছিল এই দুই দুষ্কৃতীর। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে এবং সোমবার মালদহ জেলা আদালতে পাঠানো হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।