
নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ফের রুখে দাঁড়াল তৃণমূল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রেল অবরোধ করল ঘাষফুল শিবির৷ বুধবার সকালে মধ্যমগ্রাম স্টেশনে প্রায় আধ ঘণ্টা চলে তাদের এই অবরোধ৷
বনগাঁ-শিহালদহ শাখার ট্রেন চলাচল বিঘ্ন ঘটে৷ বুধবার সকালে তৃণমূলের এই রেল অবরোধের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা৷ তবে কিছুক্ষণ পর রেল অবরোধ তুলে নেয় তৃণমূলের কর্মী-সমর্থকরা৷ মধ্যমগ্রাম পুরসভার উপ পুরপ্রধান প্রকাশ রাহার নেতৃত্বে এই প্রতীকি অবরোধ হয়৷ যদিও পরে প্রকাশ বাবু সকল নিত্যযাত্রীর কাছে ক্ষমাপ্রাপ্তি৷
এদিন প্রকাশ রাহা বলেন, ‘‘উনি শুভেন্দু নয় গর্দানেন্দু৷ লাগাতার মহিলা মুখ্যমন্ত্রীকে কুকথা বলে যাচ্ছেন৷ একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছাড়াছেন না তিনি৷ অখিল গিরি যে মন্তব্য করেছে রাষ্ট্রপতিকে নিয়ে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷ দলের কেউ সমর্থন করে নাষ তার জন্য ক্ষমা চাওয়া হয়েছে৷ এমনকি মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন। কিন্তু শুভেন্দু গদ্দারটা লাগাতার কুরুচিকর মন্তব্য করে চলেছেন। শুভেন্দু শুধু গদ্দার নয় ও বিভীষণ, মীরজাফর৷ তাই শুভেন্দু নাম বদলে এখন তাকে গদ্দারেন্দু বলা উচিত৷’’
পাশাপাশি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বের মুখে লাগাতার কুকথা শোনা গিয়েছে৷ যা রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে লজ্জার৷ এই কুকথার বিরুদ্ধে বিশেষ করে বিজেপিকে জানান দিতেই এই প্রতিকি অবরোধ মধ্যমগ্রাম স্টেশনে করা হয়। দাবি তৃণমূলের৷ তবে এই অবরোধের জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি শিকার হয়। এই অবরোধকে কোন যাত্রীই সমর্থন করে না৷ যতই যাত্রীদের কাছে ক্ষমা চান না কেন পুর প্রধান৷ এই আধঘণ্টা সময় একজন অফিস বা নিত্যযাত্রীকে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পরতেই হবে। এমনটাই দাবি যাত্রীদের৷