বিশ্বভারতীতে পড়ুয়াদের বিক্ষোভ জের, অধ্যাপককে শোকজের নির্দেশ

0
29
visva bharati

খাস ডেস্ক: বিগত কয়েকদিন পড়ুয়াদের বিক্ষোভের জেরে নাজেহাল অবস্থা বিশ্বভারতীর (Visva bharati university)। এবার ছাত্র বিক্ষোভের জেরে এবার শোকজ করা হল বিশ্বভারতীর (Visva bharati university) অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। আগামী ৩ দিনের মধ্যে অধ্যাপককে উত্তর জানানোর নির্দেশ দিয়েছে বিশ্বভারতী (Visva bharati university) কর্তৃপক্ষ।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, কয়েকদিন ধরেই পড়ুয়াদের আন্দোলন-বিক্ষোভ চলছিল বিশ্বভারতীতে (Visva bharati university)। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগের দাবিতে অনড় ছিল ছাত্রছাত্রীরা। উপাচার্যের বাড়ির সামনেই ধর্নামঞ্চে চলছে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। আর বিশ্বভারতী (Visva bharati university) কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন-বিক্ষোভ চলবে বলে জানিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা।

আরও পড়ুন-Shraddha Murder Case: এক বিন্দু অনুতাপ নেই, পলিগ্রাফ পরীক্ষাতেও শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার আফতাবের

চলতি মাসের ২৩ তারিখ বিশ্বভারতীর (visva bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সেন্ট্রাল অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সেইদিন রাত ২টোর পর পড়ুয়াদের ঘেরাওমুক্ত হন উপাচার্য। কর্তৃপক্ষের অভিযোগ, সেদিন পড়ুয়ারাদের ওই বিক্ষোভ উপস্থিত ছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। আর সেই কারণেই এবার অধ্যাপককে শোকজ করল কর্তৃপক্ষ।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

বিশ্বভারতী (visva bharati) কর্তৃপক্ষের দাবি, সেদিন পড়ুয়াদের বিক্ষোভের জেরে যেখানে ভাঙচুর চালানো হয়, ঘেরাও করা হয়। আর এই সব কিছুর সঙ্গে জড়িত ছিলন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। তিনি কিভাবে একজন অধ্যাপক হয়েও পড়ুয়াদের উস্কানি দিয়েছিলেন? এটা সম্পূর্ণ বিশ্বভারতীর (visva bharati) নিয়ম বহির্ভূত। আগামী তিনদিনের মধ্যে তাঁকে জবাব তলবের নির্দেশ দিয়েছে বিশ্বভারতী (visva bharati) কর্তৃপক্ষ।

আন্দোলনরত পড়ুয়াদের দাবি, বিশ্বভারতী (visva bharati) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার কোনও পরিবেশ নেই। আন্দোলনকারী পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে না। উপাচার্যের নির্দেশে এমনটা হচ্ছে বিশ্বভারতী (visva bharati) তে। এরপরেই উপাচার্যের বিরুদ্ধে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন পড়ুয়াদের।