কোচবিহার: দিন দিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম৷ যার জেরে বেড়েই চলেছে বাস, অটো সহ ক্যাবের ভাড়া৷ নিত্যযাত্রীদের পকেটে পড়ছে টান৷ তাই এবার বাস ভাড়া কমাতে বড় সিদ্ধান্ত নিল রাষ্ট্রীয় পরিবহণ দফতর৷ এই সিদ্ধান্তে কিছুটা হলেও ভাড়া কমবে বলে আশাবাদী যাত্রীরা৷
ভাড়া কমাতে সিএনজি চালিত বাসের দিকে ঝুঁকছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম৷ এখন মোট ৭৪৫টি বাস রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে৷ এর মধ্যে প্রতিদিন গড়ে বিভিন্ন রুটে ৬২৫টি বাস চলাচল করে থাকে৷ সম্প্রতি ৩০টি সিএনজি বাস কিনেছে৷ এর মধ্যে দুটি বাস মাসখানেক ধরে কোচবিহার-শিলিগুড়ি রুটে চলছে৷ এখন নতুন করে আরও তিনটি বাস নিয়ে আসা হয়েছে৷
এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, নতুন করে তিনটি সিএনজি বাস আনা হয়েছে। সেই বাসগুলিকে কোচবিহার থেকে দিনহাটা এবং কোচবিহার থেকে আলিপুরদুয়ার রুটে চালানো হবে। এই বাসগুলি চালু হলে ভাড়া কিছুটা কমতে পারে বলে আশাবাদী তিনি৷ সেই সঙ্গে যাত্রীদেরও অনেকটাই সুবিধা হবে৷