সোনারপুর: ছোটো থেকেই মাসি মেসোর কাছেই থাকত শিশুটি। মাসি মেসোকেই মা বাবা বলে ডাকত। কিন্তু সেই মাসি মেসোই দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে শারীরিক অত্যাচার। স্কুলের বন্ধুরা বিষয়টি জানতে পেরে বাড়িতে জানালে বন্ধুদের অভিভাবকেরাই বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন মাস বয়সেই তাঁর মা মারা যায়। তারপর থেকেই সোনারপুরে (Sonarpur) গোড়খাড়া এলাকায় মাসি মেসোর কাছেই থাকত সে। ছোটো থেকে মাসি মেসোর কাছে থাকায় তাদেরই মা বাবা মনে করত। কিন্তু এই মাসি মেসোই চালায় তাঁর ওপর অকথ্য অত্যাচার। কখনও মারে চিরুনি দিয়ে, কখনও আবার গায়ে দেয় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা।
শরীরে এই অত্যাচারের চিহ্ন দেখতে পেয়ে তাঁর বন্ধুরা তাঁদের বাড়িতে সমস্ত বিষয়টি জানায়। তারপরই তাঁর বন্ধুদের অভিভাবকেরা আক্রান্ত শিশুটিকে নিয়ে সোনারপুর থানায় যায়। শিশুটিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। বর্তমানে সে রয়েছে সরকারি হোমে।
এই ঘটনার বিরুদ্ধে অভিভাবকেরা থানায় মৌখিক অভিযোগ দায়ের করলেও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্কুলের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি। তাই অভিযুক্তদেরও এখনও গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।