মুর্শিদাবাদ: শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ না করায় পরিবারের সকলকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু সহ চার জনের। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০ বছর বয়সী রমজান শেখ নামে এক ব্যক্তির শ্বশুরবাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘি (Sagardighi) থানার বাহালনগর গ্রামে। কয়েক বছর আগে তার স্ত্রী-এর মৃত্যু হলেও শ্বশুরবাড়িতে ছিল নিত্য যাতায়াত। আর এর মধ্যেই দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে শ্যালকের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়ে যাচ্ছিল সে। কিন্তু সেই প্রস্তাব মেনে না নেওয়ায় গত শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে দাহ্য তরল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় অভিযুক্ত জামাই।
প্রতিবেশীদের দাবি, আগুন লাগার পর তীব্র শব্দে এক বিস্ফোরণ হয়। সেই শব্দ শুনেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁদের উদ্ধার করতে গিয়ে আহত হয়ে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। এরপরই তড়িঘড়ি সাগরদিঘি (Sagardighi) থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করেন বাড়ির সমস্ত সদস্যকে। তাঁদের নিয়ে যাওয়া হয় সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে থাকা কর্মরত চিকিৎসকেরা তাঁদের পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তিরও মৃত্যু হয় তারই মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রমজান সহ বাকি চারজন মৃতের নাম কুবরা বিবি (৬২), তাহিরা বিবি (২৮), তৌফিক শেখ (৪) এবং মর্জিম শেখ (৭০)। তবে আহতদের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।