বসিরহাট: আরজিকর (RG Kar) কাণ্ডে সুবিচারের দাবিতে বর্তমানে প্রতিবাদে সামিল হয়েছে প্রায় গোটা বাংলা সহ দেশের মানুষ। চিকিৎসক, নার্স, আইনজীবী, শিক্ষক, পড়ুয়া থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও রাস্তায় নেমেছেন ন্যায়বিচারের দাবিতে। এই বিক্ষোভের মাঝেই চলছে সমাজ মাধ্যমে নানা রকমের কটূক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে নিয়েও নানারকম কটূক্তি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social media)। কলেজ ছাত্রীর পর এবার এক নার্স। মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় সাইবার ক্রাইম ব্রাঞ্চের নজরে নার্স।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা (North 24Parganas) জেলার বসিরহাটের (Basirhat) সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এক নার্স প্রিয়াংকা সরকার। সম্প্রতি নিজের ফেসবুক (Facebook) অ্যাকাউন্ট থেকে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেন তিনি। এই ঘটনার পরই বসিরহাট জেলার সাইবার ক্রাইম থানার আধিকারিকদের নজরে আসেন ওই নার্স।
এরপর পুলিশ বসিরহাট (Basirhat) স্বাস্থ্য জেলা হাসপাতালে গিয়ে পৌঁছান। কথা বলেন ওই নার্সের সঙ্গে। অভিযুক্ত নার্স পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, ভুল করে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি চলে গিয়েছে। ফলে এই ঘটনার জন্য তিনি পুলিশ আধিকারিকদের কাছে ক্ষমাও চেয়েছেন। সাইবার ক্রাইম আধিকারিকেরা ওই নার্সের সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেন।
প্রসঙ্গত, গত সোমবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কীর্তি শর্মা নামের ২৩ বছরের এক বি.কম ছাত্রীকে। এইদিন তালতলা থানার পুলিশ তাকে লেকটাউন থানা এলাকা থেকে গ্রেফতার করেছিলেন এই ঘটনার জন্য। গ্রেফতারের পর তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।