Shantanu Banerjee on SSC SCAM: দুর্নীতির শেখর কত দুরে, সত্যি জানার দিনক্ষণ জানিয়ে দিলেন শান্তনু

0
45
shantanu banerjee

কলকাতা: “আগামীদিনে সব জানতে পারবেন। সব সত্যি সামনে আসবে।“ বললেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। এদিন সল্টলেকের ইডির (ED) দফতর থেকে বেরনোর সময় এই কথা জানালেন শান্তনু। শান্তনুর উদ্দেশে সাংবাদিকরা প্রশ্ন করেন, কালীঘাটের কাকুর অ্যাকাউন্ট থেকে তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে ৪০ লাখ টাকা গেছে। তখনই আগামীদিনে সত্যি জানার কথা বলেন ধৃত তৃণমূল নেতা।

আরও বলুন :SSC SCAM: নম্বর বৃদ্ধিতে কি ঢিলেমি, আদালতে সশরীরে হাজিরা দিয়ে ক্ষমা চাইলেন এসএসসির চেয়ারম্যান

- Advertisement -

প্রসঙ্গত হুগলীর যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতারির পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে উঠে আসে অপর এক নেতার নাম। তিনি শান্তনু বন্দ্যোপাধ্যায়। সময় যত গড়িয়েছে দুর্নীতির শেখর যে অনেক দুর পর্যন্ত বিস্তৃত তা আরও বেশি স্পষ্ট হয়েছে। শুরু হয়েছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। বৃহস্পতিবার আলিপুর সিবিআই কোর্টে (Alipur CBI Court) তোলা হয় কুন্তল ঘোষকে।

আরও বলুন :Duare Sarkar:  সময়সীমা মাত্র ২০ দিন, ভোটের মুখে দুয়ারে সরকার নিয়ে SOP প্রকাশ করল রাজ্য

আদালতের পথে এদিন কুন্তল (Kuntal Ghosh) বলেন, “ইমেজ নষ্ট করেছে সংবাদমাধ্যম। দলের কাছে, সমাজের কাছে ভাব মূর্তি নষ্ট হয়েছে। ফ্যামিলি থেকে বিভিন্নরকম সমস্যা এসেছে। ছেলের স্কুলের ফিসটা পর্যন্ত দিতে পাচ্ছি না।“ পাশাপাশি কুন্তলের দাবি, “ইডির (ED) চার্জশিটে আমার সম্পত্তির কিছুই নেই। আমার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য এর কোন সম্পর্ক ছিল না।“তাহলে কেন উঠে এল কুন্তলের নাম? প্রশ্ন করতেই হুগলী তৃনমূলের যুবনেতার দাবি, “রাজনৈতিক বিদ্বেষের কারণেই গ্রেফতার হয়েছি। আমি শান্তনুর (Shantanu Banerjee) কথার কোন উত্তর দিতে পারব না। তাপস মন্ডল নিশ্চয়ই কোন  ম্যাজিক দেখিয়েছেন। আমি কেমন মানুষ সেটা সামাজিক মাধ্যমে থেকে জানতে পারবেন। আপনাদের সামনে গীতায় হাত রেখে বলতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য এর কোনদিন কোনরকম সম্পর্ক ছিল না।“