রেজাউল হক, পুরাতন মালদহ: মাত্র কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন পুরাতন মালদহ (Malda) পুরসভার (Municipality) বেশকিছু ওয়ার্ড (Ward)। সংশ্লিষ্ট পুরসভার (Municipality) ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ডের (Ward) কর্মকার পাড়া, খইহাট্টা, গান্ধী কলোনী সহ একাধিক এলাকার রাস্তায় জমেছে হাঁটু জল। জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন পুরাতন মালদহ (Malda) পুরসভার চেয়ারম্যান (Chairman) কার্তিক ঘোষ।
এলাকার একাধিক নিচু অংশগুলি জলমগ্ন। জল পেরিয়ে শিশু কোলে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। যানবাহন চলাচলেও সমস্যার সৃষ্টি করছে জমা জল। নর্দমার নোংরা জল উপচে পড়েছে রাস্তায়। এমনকি অনেকের বাড়িতেও ঢুকে পড়ছে এই নোংরা জল। ফলে ডেঙ্গু (Dengue) বাড়ার আশঙ্কাও দেখা দিচ্ছে। এমনিতেই মালদহ (Malda) জেলায় বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। এলাকাবাসীদের অভিযোগ, বর্ষা শুরু হওয়ার আগেই এই অবস্থা তাহলে আগামীতে কি হবে?
পরিদর্শনে এসে পুরাতন মালদহ (Malda) পুরসভার চেয়ারম্যান জলমগ্ন এলাকার সমস্ত অলি গলি ঘুরে দেখেন। এলাকার মানুষের সঙ্গে কথাও বলেন। তিনি বলেন, “আগামী কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলেই এলাকা জলমগ্ন হয়েছে।” তবে তিনি এলাকাবাসীকে আশ্বাস দেন খুব শীঘ্রই জল নেমে যাবে। আপাতত পাম্প (Pump) মেশিন বসিয়ে জল বের করার ব্যবস্থা করা হয়েছে।
পুরাতন মালদহ (Malda) পুরসভার চেয়ারম্যানের কথায়, “বর্ষার পরেই এই এলাকায় নিকাশি নালার তৈরির কাজ শুরু হবে। এর জন্য ব্যায় প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা। কাজ সম্পন্ন হয়ে গেলে এলাকায় নিকাশির আর কোন সমস্যা থাকবে না।”