ব্যবসায়ীকে খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার হোটেল মালিকের ছেলে সহ ৩

0
140

কাঁথি: কাঁথি হাসপাতালের ভগবানপুরে এক ব্যবসায়ী পরিচয় হীন মৃতদেহ রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটনের পথে পুলিশ৷ পুরো ঘটনাটি পাতা হয়েছিল নিছক একটি গল্প! কিন্তু পুলিশ তদন্ত করে পরিচয় উদ্ধার করে পরিকল্পিত খুনের তত্ত্ব ! সেই তথ্য কার্যত সত্য হল।

কাঁথির একটি হোটেলে খুন করার পর কার্যত ধামাচাপা দেওয়ার জন্যই কাঁথি হাসপাতালে নিয়ে যায় কতিপয় ব্যক্তিরা! ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত কাঁথি থানার পুলিশ হোটেল মালিকের ছেলে সহ ৩ জনকে গ্রেফতার করে৷ কাঁথি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল, কাঁথির আঠিলাগড়ি বাসিন্দা কাঁথি হোটেল মালিকের ছেলে রজত চৌধুরী, জল ব্যবসায়ী রাজু বারিক ও সুতাহাটা থানার এলাকার বাসিন্দা শশাঙ্ক সাহু। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে ওই ভগবানপুরে ব্যবসায়ীকে খুন হতে হল তা এখনও  পরিষ্কার নয়! ব্যবসায়ীক কারণে টাকা লেনদেনের কারণে খুন বলে এমনটাই প্রাথমিক অনুমান।

- Advertisement -

আরও পড়ুন-বিদেশে একান্তে স্ত্রী গিনির সঙ্গে ডিনার ডেটে কপিল, তারপর যা হল…

প্রসঙ্গত, গত ১৬ তারিখে ভগবানপুর থানার কুড়ালবাড় গ্রামের চুল ব্যবসায়ী শেখ রফিউল (৪৫) লোন শোধ দেওয়ার জন্য হলদিয়া বাজাজ কোম্পানি দেওয়ার জন্য বাইকে করে ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে রওনা দেন। কিন্তু বাড়িতে মোবাইলটি ফেলে আসে। ১৭ ই আগস্ট কতিপয় ব্যক্তিরা কাঁথি মহকুমা হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃতদেহ নিয়ে যায়। তারা জানান কাঁথির শকুন্তলা লজের সামনে অচৈতন্য অবস্থায় পড়েছিল। তারা কাঁথি মহকুমা হাসপাতালে সামনে ফেলে পালিয়ে আসে। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

জানা গিয়েছে, মৃত ব্যাবসায়ী শরীরের একাধিক আঘাতের চিহ্ন ছিল। এদিকে খুঁজে না পেয়ে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী। পরপর কেটে যায় তিন দিন। তারপরে ছবি দেখে ওই ব্যবসায়ী পরিবারের লোকেরা শনাক্ত করেন। পরিকল্পিত খুনের অভিযোগ তুলে সবর মৃত ব্যবসায়ী পরিবারের সদস্যরা। এমনকি কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খোঁজাখুঁজি করে মৃত ব্যবসায়ী নরঘাট বাইক স্ট্যাণ্ড থেকে বাইকটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ময়নাতদন্তে উঠে আসে ওই ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

আরও পড়ুন-‘কাউকে ব্যক্তিগত অনুমোদন দেব না’, কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়াই নিয়ে সাফ কথা সনিয়ার

কিভাবে ভগবানপুরে ব্যবসায়ীকে খুন হতে হল?সেদিন কি বা ঘটনা ঘটেছিল ব্যবসায়ীকে খুন হতে হল তা তদন্ত শুরু করেছে কাঁথি থানার তদন্তকারীরা!কোথায় খুন করার পর ওই ব্যবসায়ীকে কাঁথি হাসপাতালের নিয়ে আসা হল? কোন বা খুন হতে হল ওই ব্যাবসায়ীকে? প্রথমে নরঘাট থেকে একটি মাদক জাতীয় খাবার খাইয়ে বেহুশ করে কাঁথির একটি হোটেলে নিয়ে আসা হয় ওই ভগবানপুরে ব্যবসায়ীকে? পুলিশের প্রাথমিক তদন্তে হোটেলের মধ্যে পরিকল্পিতভাবে খুন করে নিছক গল্প ফেঁদে কাঁথি হাসপাতালে নিয়ে যায়? সেখানেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে জানাই রাস্তার পাশ থেকে তুলে নিয়ে এসেছে? তারপরেই সেখান থেকে চম্পট দেয়? এরপর মারুতি গাড়িটি পরিষ্কার করার জন্য একটি কাঁথির একটি দোকানের রেখে দিয়ে আসে? সেখান থেকেই পুলিশ খুনের কাজে ব্যবহৃত মারুতি গাড়িটি বাজেয়াপ্ত করেছে ? এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ?

এপ্রসঙ্গে কাঁথি মহকুমা পুলিশ আধিকারীক সোমনাথ সাহা বলেন, “ঘটনার ৩ জনকে গ্রেফতার করে হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তদন্তে কারণে বেশি কিছু তথ্য জানাতে রাজী হয়নি। ধৃত বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৩০২ ও ১২০ (বি) ধারায় মামলা রুজু করেছে।”