নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: নির্বাচন কমিশনের তরফে একুশের বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হয়েছে৷ রাজ্যে এবার আট দফায় ভোট হবে৷ প্রথম দুটি দফায় ভোট হবে বাঁকুড়ায়৷
আগামী ২৭ মার্চ ও ১ এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় বাঁকুড়ার ১২টি কেন্দ্রে ভোট রয়েছে৷ আর তাই জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইছে কমিশন৷
ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় বাঁকুড়ায়৷ এবার শুরু হয়েছে নাকা চেকিং৷ বৃহস্পতিবার জেলাশাসক কে রাধিকা আইয়ার বাঁকুড়া-পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্ত্তী বিষ্ণুপুর থানা এলাকায় নাকা চেকিং-এ অংশ নেন৷
পথ চলতি গাড়িগুলিকে থামিয়ে জেলাশাসকের উপস্থিতিতে তল্লাশি করেন উপস্থিত পুলিশ কর্মী-আধিকারিকরা। সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত৷
জানা গিয়েছে, ভোটের আগে এই ধরণের নাকা চেকিং জেলার সীমান্তবর্ত্তী এলাকাগুলিতে চলবে৷ যে কোনও ধরণের নাশকতা এড়াতে প্রশাসন প্রস্তুত বলেও জানানো হয়েছে৷