খাস ডেস্ক: প্রতি মুহূর্তে রাজ্যে করোনার দাপট বাড়ছে। সংক্রমণ বাড়ায় ইতিমধ্যেই স্কুল-কলেক পুনরায় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। অনলাইন নয় অফলাইনেই হবে মাধ্যমিক পরিক্ষা। এমনটাই জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
প্রসঙ্গত, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে সেবিষয়ে অভিভাবকরা বেশ চিন্তায় পড়েছিলেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে। গতবছরও পরীক্ষা হয়নি। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। মার্চ মাসের ৭ তারিখ থেকেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং শেষ পরীক্ষা হবে মার্চ মাসের ১৬ তারিখে।
আরও পড়ুন-মাদককাণ্ডে এবার শহর থেকে গ্রেফতার ছাত্রীসহ তিন পড়ুয়া
এপ্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনার এই পরিস্থিতিতে আইসোলেশন রুম থাকবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে। কোনও ছাত্র বা ছাত্রীর ভাইরাস সংক্রান্ত উপসর্গ থাকলে বা অসুস্থ হয়ে পড়লে সেই রুমে পরীক্ষা দিতে পারবে। এছাড়াও আইসোলেশন রুমের ক্ষেত্রে থাকবে আলাদা প্রশ্নপত্র ,উত্তরপত্র এছাড়াও প্রয়োজনীয় সমস্ত জিনিস। প্রতিমুহূর্তে করা হবে স্যানিটাইজেশন।
২০২২ সালের মাধ্যমিকের সূচি:
১) প্রথম ভাষা – আগামী ৭ মার্চ।
২) দ্বিতীয় ভাষা – আগামী ৮ মার্চ।
৩) ভূগোল – আগামী ৯ মার্চ।
৪) ইতিহাস – আগামী ১১ মার্চ।
৫) জীবনবিজ্ঞান – আগামী ১২ মার্চ
৬) অঙ্ক – আগামী ১৪ মার্চ
৭) ভৌতবিজ্ঞান – আগামী ১৫ মার্চ।