পায়েল লায়েক, গঙ্গাজলঘাটি ঃ টিকটিকির পর এবার বিদ্যালয়ের মিড ডে মিলে পাওয়া গেল আস্ত কাঁকড়া বিছে। এমনকি, কাঁকড়া বিছে সহ মিড ডে মিলের খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের।ঘটনাটি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে।মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের।বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল প্রশাসন দায় এড়ানোয় চেষ্টা করছে, অভিযোগ অভিভাবকদের।তাই তারা বিষয়টি জানান স্থানীয় ব্লক প্রশাসনকে। এই ঘটনায় বিদ্যালয়ের মিড ডে মিলে কর্মীদের বিরুদ্ধে অভিভাবকরা বিক্ষোভ দেখান স্থানীয় গ্রাম পঞ্চায়েতে।
কখনো আরশোলা ,কখনো টিকটিকি ,এইবার আবার কাঁকড়া বিছে পাওয়া গেল বিদ্যালয়ের মিড ডে মিলে।স্কুল পড়ুয়াদের খাবার নিয়ে এত বড় গাফিলতি বার বার কেন হচ্ছে উঠেছে সেই প্রশ্ন ।