
খাসখবর ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের চলছে ভারী বর্ষণ। টানা বৃষ্টির ফলে একাধিক পাহাড়ি নদীর জলস্তর বেড়ে উঠেছে। পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও বেড়ে চলেছে। অন্যদিকে ভাপসা গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গে। কলকাতা সহ একাধিক পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি দেখা গেলেও, গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই।
তবে এবার ভাপসা গরমের অস্বস্তি কাটিয়ে দক্ষিণবঙ্গে ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় কয়েকটি জেলা তে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘলা ভাব দেখা যাবে। সন্ধ্যার পর থেকে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-‘অন্যায়ের প্রতিবাদ করলেই বিজেপির ছাপ মেরে দেবেন?’’ ব্রাত্যকে প্রশ্ন দিলীপের
অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ও সারাদিন আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুব ভারী বৃষ্টিপাত কিংবা জলস্তর বেড়ে ওঠার কোনও সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিসের মতে, জিতু মৌসুমী অক্ষরেখার এখন হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আসছে। তার ফলে আগামী ২৭ তারিখ অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর কিছুটা বৃষ্টি কমতে পারে।
আরও পড়ুন-যতটা সম্ভব টিকাদানের উপর মনোনিবেশ করা উচিত: AIIMS প্রধান
এদিকে, বিগত কয়েক দিন ধরেই টানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। রীতিমতো কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিন জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, আলিপুরদুয়ার, যেকোনো জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জারি করা হয়েছে হলুদ সর্তকতা। শুক্রবার পর্যন্তই সর্তকতা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকায় অস্বস্তি আজও থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ। এবং সর্বনিম্ন ৭১ শতাংশ।