খাসডেস্ক: পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিলেও নার্কো টেস্টে (NARCO TEST) সম্মতি মিলল না আর জি করে তরুণী ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তের। ধৃত সঞ্জয় রায়ের নার্কো পরীক্ষার জন্য শিয়ালদহ কোর্টে আবেদন জানায় সিবিআই। শুক্রবার সঞ্জয়কে কোর্টে পেশ করা হয়। বিচারকের সামনে নার্কো টেস্ট নাকচ করে দেয় সঞ্জয়। এরজেরে কোর্টে সিবিআই এর আবেদন খারিজ হয়ে যায়।
আরও পড়ুন: শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, ট্রেনের ভেতর যাত্রীদের মারে মৃত্যু রেলকর্মীর
নার্কো বা পলিগ্রাফ পরীক্ষার ফল, কোনওটাই আদালতে প্রামাণ্য নথি হিসাবে গ্রাহ্য হয় না। তদন্তের সুবিদার্থে এই পরীক্ষাগুলি করা হয়। জানা গিয়েছে পলিগ্রাফ পরীক্ষার সময় অভিযুক্তকে ১০ টি প্রশ্ন করা হয়। সঞ্জয়ের আইনজীবী জানিয়েছিলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পলিগ্রাফ পরীক্ষায় রাজি হয়েছেন সঞ্জয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত পলিগ্রাফ পরীক্ষায় যে যে উত্তর দিয়েছিলেন, তাতে কেন্দ্রীয় গোয়েন্দারা সন্তুষ্ট হতে পারেননি।
আরও পড়ুন: বাঁচবে শহরের ‘ফুসফুস’, সুপ্রিম নির্দেশে আপাতত নতুন আশা
নার্কো পরীক্ষা (NARCO TEST) কী? নার্কো পরীক্ষায় ওষুধ প্রয়োগের মাধ্যমে অভিযুক্তকে অর্ধ-সচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয়। ওষুধের প্রভাবে তাঁর সচেতনতা ধীরে ধীরে কমতে থাকে। এই সময় তাঁকে কিছু প্রশ্ন করা হয়। সে প্রশ্নের উত্তরে তদন্তের অগ্রগতিতে সুবিধা হয় বলে দাবি। সম্প্রতি অভিযুক্তের টিফ ইমপ্রেশন ও লালারস সংগ্রহ করেছে সিবিআই। মৃতার শরীরে যে ক্ষত পাওয়া গিয়েছে, সেখান থেকে সংগৃহীত লালারসের সঙ্গে অভিযুক্তের লালারস মিলিয়ে দেখা হবে।