29 C
Kolkata
Thursday, October 10, 2024
Home কলকাতা ঘুরে দেখলেন মণ্ডপ, সল্টলেকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ঘুরে দেখলেন মণ্ডপ, সল্টলেকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

কলকাতা ঃ  সল্টলেক FD ব্লকে প্রদীপ জ্বালিয়ে দুর্গা পুজোর (durga puja) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখলেন মণ্ডপ। এবছর FD ব্লকের পুজো ৩৮ তম বর্ষে পদার্পণ করছে।

- Advertisement -

সল্টলেক FD ব্লকের পুজো মানে থিমের ভিড়। থাকবে চমক। এই বছরও তাঁর ব্যতিক্রম নয়। এবার পুজোর থিম আদিবাসী গ্রাম। রয়েছে খড়ের তৈরি বাড়ি আদিবাসী মূর্তি। সব মিলিয়ে একটি ছোট্ট সুন্দর আদিবাসী গ্রামের ছবি ফুটে উঠেছে। মণ্ডপের ভিতরে রয়েছে দেবী দুর্গার সনাতনী মূর্তি। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করায় বেজায় খুশি পুজো উদ্যোক্তারা। তাঁদের আশা এই বছর সল্টলেক FD ব্লকের পুজোয় ভিড় আরও বাড়বে।

সল্টলেক FD ব্লকের পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো উদ্বোধন (durga puja) করেন মুখ্যমন্ত্রী। নরমে গরমে সুজিত বসুকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিংয়ে পুজোর উদ্বোধনে গিয়ে সাফ জানিয়ে দিলেন প্যান্ডেলের জন্য বিমান চলাচলে অসুবিধা হবে, এমনটা তিনি বরদাস্ত করবেন না। তবে কড়া ভাবে নয় নরম সুরেই তাঁর অপছন্দের বিষয়টি সাফ জানিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী বলেন ”সুজিত বাবুকে একটাই অনুরোধ । বাবু বলছি। রাস্তা যেন বন্ধ না হয়। লোকে প্লেন ধরতে পারল না কোথাও যেতে পারল না এমনটা যেন না হয়।” বিধাননগর পুলিশ কমিশনার এখন গৌরব শর্মা। শ্রীভূমি স্পোর্টিংয়ে উপস্থিত ছিলেন তিনিও। তাঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন , ”গৌরব তুমি কিন্তু দেখে নিও, কিছু হলে আমি তোমাকে দেখব। ”সুজিতের উদ্দেশে তাঁর আরও বার্তা ”মন্ত্রী হলে সামগ্রিক দায়বদ্ধতা থাকে। তিনি একটি ক্লাবের কর্তা হয়ে গেলে চলবে না। ভিআইপি রোড যেন সচল থাকে। পুজোর সময় আমি ছুটি কাটাই না। মানুষ রাস্তায় থাকে। আমি তাঁদের পাহারাদার হিসেবে থাকি। এরপর যদি অন্য কিছু হয় আর বাবু থাকবে না। বিশ্ব বাংলা থেকে ঘ্যাচাং ফু করে দেব। ” প্রসঙ্গত গতবছর দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। সূত্রের খবর, করোনাভাইরাস পরিস্থিতিতে ভিড় এড়ানোর জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিস্থিতিতে মহাষ্টমীর রাত থেকেই দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে ‘বুর্জ খলিফা’ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তড়িঘড়ি মণ্ডপের সামনের ভিড় খালি করতে থাকে পুলিশ। যে মণ্ডপের সামনে একটা সময় তিল ধারণের জায়গা ছিল না, তা মহাষ্টমীর রাত ১১ টায় কার্যত খাঁ খাঁ করতে থাকে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

নতুন কোচের হাত ধরে ছন্দে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির

স্পোর্টস ডেস্ক: পরপর ৩ ম্যাচে হার। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) শুরুতেই মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ বাহিনী। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন কোচ কুয়াদ্রাত। নতুন...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

খবর এই মুহূর্তে

বিদায় রতন টাটা, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

খাসডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটা (ratan tata) । প্রয়াত শিল্পপতির শেষকৃত্যে উপস্থিত ছিলেন অমিত শাহর মতো হাইপ্রোফাইল ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তে...

শেষবারের মতো প্রভুকে দেখতে গোয়া এল, কেন রতন টাটার সারমেয়র ব্যতিক্রমী নাম

খাসডেস্ক: রতন টাটার (ratan tata)প্রিয় সারমেয়, গোয়া । প্রভুকে শেষবারের মতো এল শ্রদ্ধা জানাতে। সারমেয়দের প্রতি প্রয়াত শিল্পপতির ভালোবাসা কারোর অজানা নয়। বিশেষ করে...

ফিরেছেন রাজ্যপাল, সিনিয়রদের অনুরোধেও কাজ হয়নি, অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ

খাসডেস্ক: উদ্বেগ বাড়ছে জুনিয়র ডাক্তার (junior doctor) অনিকেত মাহাতোকে নিয়ে। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি হচ্ছে। বাকি অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হলেও অনিকেতের ক্ষেত্রে...

পার্শি রিচুয়াল মেনে শেষকৃত্য রতন টাটার, বিজনেস টাইকুনের দেহ ঝুলবে টাওয়ার অব সাইলেন্সে

খাসডেস্ক: পার্শি রিচুয়াল মেনেই সম্পন্ন হবে রতন টাটার (ratan tata) শেষকৃত্য। বুধবার রাতে ভারতের শিল্পজগতের টাইকুন রতন টাটা শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের ব্রিচ...