৫০ টাকার বিনিময়ে সবুজসাথীর সাইকেল, কাঠগড়ায় খোদ স্কুল কর্তৃপক্ষ

0
24

খাস প্রতিবেদন: ফেলো কড়ি মাখো তেল! বহুল ব্যবহারে জীর্ণ প্রবাদ ফিরল বাস্তবের মাটিতে৷ সৌজন্যে, ডায়মন্ড হারবারের খোর্দনলা বিপিনবিহারী শিক্ষাসদনের একটি নির্দেশ৷ অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সবুজসাথী প্রকল্পের সাইকেল পেতে পড়ুয়াদের সাইকেল পিছু স্কুলকে দিতে হয়েছে ৫০ টাকা৷ রীতিমতো বাধ্যতামূলকভাবে এই টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷

ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ পৌঁছেছে জেলা শিক্ষা দফতর থেকে শুরু করে খোদ জেলা শাসকের কাছে৷ গুরুতর অভিযোগ সামনে আসার পর ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷ এদিকে পরোক্ষে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ৷ সবমিলিয়ে সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলিকে কেন্দ্র করে ফের বেনিয়মের অভিযোগ সামনে আসায় এলাকার রাজনৈতিক মহলেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ গোটা ঘটনায় যারপরনাই বিড়ম্বনায় স্কুল কর্তৃপক্ষ৷

- Advertisement -

প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর: গত শনিবার ডায়মন্ডহারবারের খোর্দনলা বিপিনবিহারী শিক্ষাসদনে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় সাইকেল। অভিযোগ, সবুজসাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু ৫০ টাকা করে নিয়েছে স্কুল৷ যারা টাকা দিতে পারেনি তাদের সাইকেল আটকে রাখারও অভিযোগ উঠেছে৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ অভিযোগের সত্যতা স্বীকার করে নিলেও বেনিয়মের অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ৷

স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের তহবিলে পর্যাপ্ত টাকা নেই৷ ফলে নুরপুর হাই মাদ্রাসা থেকে সাইকেলগুলি আনাতে পরিবহণ খরচ বাবদ কয়েক হাজার টাকা খরচ হয়েছে৷ খরচের সেই টাকা জোগাড়ের জন্যই পড়ুয়া পিছু ৫০ টাকা করে নেওয়া হয়েছে৷ এই বিষয়ে অভিযোগ পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছেও৷ তিনি জানিয়েছেন, সবুজসাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল দেওয়া হয়। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের টাকা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: প্যান কার্ডে Aadhaar Card যোগ, কেন্দ্রের নয়া নির্দেশে সমস্যায় সাধারণ মানুষ