রেল কর্মীর বাড়িতে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ব্যক্তি

0
15
arrest for blackmail

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রকাশ্যে দিবালকে রেল কর্মীর বাড়িতে ছিনতাইয়ের চেষ্টা৷ ঘটনায় বাধা দিতে গেলে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে৷ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের ডিপোপাড়া এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রেলকর্মী ওম প্রকাশ বাসফরের কোয়াটারে এলাকারই সঞ্জিত দাস নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। সেই সময় রেলকর্মীর স্ত্রী ও তার শিশু কন্যা ছিলেন। এরপর অভিযুক্ত যুবক ছিনতাইয়ের চেষ্টা করে৷ ঘটনায় রেলকর্মী ওম প্রকাশের স্ত্রী শান্তা সা বাসফর তাকে বাধা দেয়৷

- Advertisement -

অভিযোগ, ওই ব্যক্তি তাঁদের মেয়েকে খুন করার হুমকি দেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। সেই সময় রেল কর্মীর স্ত্রী শান্তা অভিযুক্ত ব্যক্তিকে বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তিনি৷ এরপর আহত শান্তা সা বাসফরের দাদা অভিযুক্ত সন্দ্বীপ দাসকে আটকাতে গেলে তাঁর উপরেও হামলা করে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসে৷ আহত দুজনকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তারা জানায়, অভিযুক্ত যুবক এর আগেও একাধিক অপরাধমূলক কাজ করেছে। তাই এলাকাবাসী শাস্তির দাবি করেছে৷