সল্টলেক: ফের খাস কলকাতায় পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এস এ ব্লকে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক পথ চলতি বৃদ্ধার। একইসঙ্গে গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ডেলিভারি বয়ও। ইতিমধ্যেই গাড়ির চালক মহিলা ও গাড়িটিকে আটক করেছে বিধান নগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে এক মহিলা একটি চার চাকা প্রাইভেট গাড়ি নিয়ে গাড়ি চালানো শিখছিলো। সেই সময় কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ইস্কুটির ওপর বসে থাকা ডেলিভারি বয়কে ধাক্কা মারে। তারপর পথ চলতি এক বৃদ্ধা মহিলাকে ধাক্কা মারে।দুজনকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায়।
আরও পড়ুন-বনগাঁর পর গোবরডাঙা, ফের বেসুরোদের নিয়ে পিকনিক বিজেপির বিদ্রোহী সাংসদ Shantanu Thakur-র
এরপর বিকট আওয়াজ পেয়ে এলাকার লোক ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। একইসঙ্গে গাড়ির চালককে আটক করে রেখে বিধান নগর পূর্ব থানায় খবর দিলে পুলিশ এসে চালক মহিলাকে আটক করে। পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।
তবে কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যদিও বিধান নগর মহকুমা হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত বলে ঘোষণা করে।