জয়ন্ত দাস, কান্দি: বাইক (Bike) ও এক চারচাকা গাড়ির (Four wheels car) সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার অন্তর্গত কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের গোলাহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (police)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি (Kandi) মহকুমা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইদিন দুই স্কুল পড়ুয়া কুলি থেকে কান্দির উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে গোলাহাট এলাকায় একটি চার চাকা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানের কর্মরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল পড়ুয়াদের (School Student) নাম আকাশ সেখ (১৭) এবং রিজিয়া সুলতানা। মৃত ছাত্রের বাড়ি বড়ঞা থানার ভবানীনগর গ্রামে। মৃত ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ে, বাড়ি বড়ঞা থানার বদুয়া গ্রামে। মৃত যুবকের মা জানিয়েছেন, তাঁর ছেলে আকাশ সকালে টিকিট কাটার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু মৃত ছাত্রীটির সঙ্গে তাঁর ছেলের কী সম্পর্ক তা তিনি জানেন না।
আচমকা দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় শোকাকাতর পরিবারের লোকজন। মৃত ছাত্রীর কাকা হাফিজুল হক বলেন, “কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখন জানা যায়নি। কী জন্য যাচ্ছিল তাও জানি না। কোনো কাজে যাচ্ছিল হয়েতো। স্কুলের ব্যাগ কিনতে, বই কিনতে।” তদন্ত চালাচ্ছে কান্দি (Kandi) থানার পুলিশ।