খাস ডেস্ক: আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য৷ এবার সেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যেও৷ নেটিজেনদের স্বতস্ফূর্ত সমর্থনে ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাজপথ দখলের উদ্যোগ নেবে কলকাতার নাগরিক সমাজ৷
প্রাথমিকভাবে যাদবপুর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিট চত্বরে এই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। এমনকী, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এখন এই কর্মসূচি পালিত হতে চলেছে বিভিন্ন শহরেও। কোথায় কোথায় রাজপথের দখল নেবে মেয়েরা?
কলকাতায় মিছিল হবে কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর ৮বি, সিঁথির মোড়, গড়িয়া মোড়, পর্ণশ্রী পোস্টঅফিস, সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক, বেহালা সখেরবাজার, বেহালা জিএফসি মেইন গেট, সল্টলেক করুণাময়ী হাউজিং এস্টেট গেট ২, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, নাগেরবাজার বাসস্টপ, ডানলপ মোড়, ডানলপ খালসা মডেল স্কুল, বাগুইআটি, হরিদেবপুর, এক নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, নিউটাউন বিশ্ব বাংলা গেট।
অন্যদিকে জেলায় জেলায় মিছিলে হবে৷ রায়গঞ্জ ঘড়িমোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর চতুরঙ্গ মাঠ, আরামবাগ শহর, হাওড়া পাওয়ার হাউস মোড়, জলপাইগুড়ি সদর হাদপাতাল, শান্তিপুর ডাকঘর, কোচবিহার দাস ব্রাদার্স মোড়, ইছাপুর-স্টোর বাজার, বর্ধমান কার্জন গেট চত্বর, সোদপুর বিটি রোড মোড়, বালি খাল, শ্রীরামপুর পূর্ব, শ্রীরামপুর পশ্চিম, চৌতারা বহরমপুর, বারাসাত ডাকবাংলো মোড়, রতনপল্লী বোলপুর, ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট, বাঘা যতীন পার্ক শিলিগুড়ি, কোর্ট মোড় শিলিগুড়ি, মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, উত্তরপাড়া সখের বাজার, বনগাঁ নীলদর্পণ, পঞ্চুর চক মেদিনীপুর৷
এছাড়াও শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট, দমদম চাতাল, ইচ্ছাপুর, নুঙ্গি মোড়, বাটার মোড়, অশোকনগর চৌরঙ্গী মোড়, হুগলীর আরামবাগ, আসানসোলে ভগৎ সিং মূর্তির পাদদেশ, আরিয়াদহ অনাথ ভান্ডার হাসপাতাল মোড়, হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ড, ইছাপুর – স্টোর বাজার, ইছাপুর আনন্দময়ী আশ্রম, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখেরবাজার, ক্যানিং, বর্ধমানের কার্জন গেট, কোচবিহারে সাগরদীঘি ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে, কোন্নগর চচ্চিত্রমের কাছে, কোন্নগর নবগ্রাম, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, গোলাপবাগ মোড়, বর্ধমান, চৌরঙ্গী মোড়৷
অন্যদিকে, চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দির, চন্দননগর স্ট্যান্ড, বারাসাত স্টেশন ১ নম্বর প্লাটফর্ম, বালি খাল, কোচবিহার দাস ব্রাদার্স, কোচবিহার সাগরদিঘি পাড়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, পূর্ব মেদিনীপুরের মেছেদা, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, নুঙ্গী মোড়, বাটামোড়, নবদ্বীপ, নীলদর্পণ, বনগাঁ, পঞ্চুর চক, মেদিনীপুর, পুরুলিয়া , চকবাজার, হালিশহর, চৌমাথা বাজার মোড়, হলদিবাড়ি ট্রাফিক মোড়, হাওড়া পাওয়ার হাউস মোড়, হাওড়া জগাছা প্রভৃতি।
ভিন রাজ্যেগুলির মধ্যে দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় জমায়েত করবেন দিল্লিবাসী। কর্মচঞ্চল মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় এই জমায়েত হবে। বেঙ্গালুরুর স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত সাড়ে ১১ টায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে।