28 C
Kolkata
Wednesday, October 9, 2024
Home জাতীয় খবর বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে ‘মেয়েদের রাত দখলে’

বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে ‘মেয়েদের রাত দখলে’

খাস ডেস্ক: আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য৷ এবার সেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যেও৷ নেটিজেনদের স্বতস্ফূর্ত সমর্থনে ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের মধ্যরাতে রাজপথ দখলের উদ্যোগ নেবে কলকাতার নাগরিক সমাজ৷

- Advertisement -

প্রাথমিকভাবে যাদবপুর, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এবং কলেজ স্ট্রিট চত্বরে এই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীতে তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। এমনকী, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এখন এই কর্মসূচি পালিত হতে চলেছে বিভিন্ন শহরেও। কোথায় কোথায় রাজপথের দখল নেবে মেয়েরা?

কলকাতায় মিছিল হবে কলেজ স্ট্রিট, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, যাদবপুর ৮বি, সিঁথির মোড়, গড়িয়া মোড়, পর্ণশ্রী পোস্টঅফিস, সল্টলেক ১৩ নম্বর ট্যাঙ্ক, বেহালা সখেরবাজার, বেহালা জিএফসি মেইন গেট, সল্টলেক করুণাময়ী হাউজিং এস্টেট গেট ২, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, নাগেরবাজার বাসস্টপ, ডানলপ মোড়, ডানলপ খালসা মডেল স্কুল, বাগুইআটি, হরিদেবপুর, এক নম্বর এয়ারপোর্ট ট্যাক্সি স্ট্যান্ড, নিউটাউন বিশ্ব বাংলা গেট।

- Advertisement -

অন্যদিকে জেলায় জেলায় মিছিলে হবে৷ রায়গঞ্জ ঘড়িমোড়, ব্যারাকপুর স্টেশন, দুর্গাপুর চতুরঙ্গ মাঠ, আরামবাগ শহর, হাওড়া পাওয়ার হাউস মোড়, জলপাইগুড়ি সদর হাদপাতাল, শান্তিপুর ডাকঘর, কোচবিহার দাস ব্রাদার্স মোড়, ইছাপুর-স্টোর বাজার, বর্ধমান কার্জন গেট চত্বর, সোদপুর বিটি রোড মোড়, বালি খাল, শ্রীরামপুর পূর্ব, শ্রীরামপুর পশ্চিম, চৌতারা বহরমপুর, বারাসাত ডাকবাংলো মোড়, রতনপল্লী বোলপুর, ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট, বাঘা যতীন পার্ক শিলিগুড়ি, কোর্ট মোড় শিলিগুড়ি, মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়, শিলিগুড়ি দার্জিলিং মোড়, উত্তরপাড়া কলেজ মোড়, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, উত্তরপাড়া সখের বাজার, বনগাঁ নীলদর্পণ, পঞ্চুর চক মেদিনীপুর৷

এছাড়াও শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট, দমদম চাতাল, ইচ্ছাপুর, নুঙ্গি মোড়, বাটার মোড়, অশোকনগর চৌরঙ্গী মোড়, হুগলীর আরামবাগ, আসানসোলে ভগৎ সিং মূর্তির পাদদেশ, আরিয়াদহ অনাথ ভান্ডার হাসপাতাল মোড়, হাওড়ার আন্দুল বাস স্ট্যান্ড, ইছাপুর – স্টোর বাজার, ইছাপুর আনন্দময়ী আশ্রম, উত্তরপাড়া কলেজ মোড়, উত্তরপাড়া সখেরবাজার, ক্যানিং, বর্ধমানের কার্জন গেট, কোচবিহারে সাগরদীঘি ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে, কোন্নগর চচ্চিত্রমের কাছে, কোন্নগর নবগ্রাম, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, গোলাপবাগ মোড়, বর্ধমান, চৌরঙ্গী মোড়৷

অন্যদিকে, চন্দননগর নৃত্য গোপাল স্মৃতি মন্দির, চন্দননগর স্ট্যান্ড, বারাসাত স্টেশন ১ নম্বর প্লাটফর্ম, বালি খাল, কোচবিহার দাস ব্রাদার্স, কোচবিহার সাগরদিঘি পাড়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, পূর্ব মেদিনীপুরের মেছেদা, মধ্যমগ্রাম চৌমাথা মোড়, নুঙ্গী মোড়, বাটামোড়, নবদ্বীপ, নীলদর্পণ, বনগাঁ, পঞ্চুর চক, মেদিনীপুর, পুরুলিয়া , চকবাজার, হালিশহর, চৌমাথা বাজার মোড়, হলদিবাড়ি ট্রাফিক মোড়, হাওড়া পাওয়ার হাউস মোড়, হাওড়া জগাছা প্রভৃতি।

- Advertisement -

ভিন রাজ্যেগুলির মধ্যে দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় জমায়েত করবেন দিল্লিবাসী। কর্মচঞ্চল মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় এই জমায়েত হবে। বেঙ্গালুরুর স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত সাড়ে ১১ টায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

পুজোর শপিং-এ বৃষ্টির কোপ, কেমন থাকবে আবহাওয়া জানাল হাওয়া অফিস

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহালয়ার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে দেখা গিয়েছে। আর এই বৃষ্টিতেই গত কয়েকদিনের ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই...

খবর এই মুহূর্তে

“কিছুই জানি না, আমি কিছু করিনি হুজুর”, চার্জশিটের প্রতিলিপি পড়ে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয়ের প্রতিক্রিয়া

খাসডেস্ক:  সোমবার আরজি কর (R G KAR) ঘটনার ৫৮ দিনের মাথায় কোর্টে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই চার্জশিটের প্রতিলিপি তুলে দেওয়া হল আরজি...

‘অপ্রত্যাশিত ফল, মানা সম্ভব নয়’, হরিয়ানা ভোটের রেজাল্ট নিয়ে মন্তব্য কংগ্রেসের

খাসডেস্ক: অপ্রত্যাশিত ফল। পার্টি ভোটের এই ফল মানছে না। মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা কংগ্রেসের (CONGRESS) । গণনার শুরুর কিছু পরে কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনকে চিঠি...

পুজোয় চুলের-ত্বকের জেল্লা বাড়াতে, জেনে নিন ডিমের ব্যবহার

কলকাতা: ত্বক এবং চুলের যত্নে ডিমের জুরি মেলা ভার। তাই ত্বকের যত্ন নিতে ডিম এক অন্যতম ভূমিকা গ্রহণ করে। ডিমের কুসুম থেকে শুরু করে...

৭ বছর পর ফিরে এল টি-২০’র থেকেও ধামাকাদার ক্রিকেট, বিশ্বজয়ের লড়াইয়ে ভারতও

স্পোর্টস ডেস্ক: ৭ বছর পর আবারও শুরু হতে চলেছে হংকং ক্রিকেট সিক্সেস (Hong Kong Cricket Sixes)। আর ১২ বছর পর সেখানে আবারও দেখা যাবে...