রেশনের চুরির মাল ফেরৎ চেয়ে বিক্ষোভে বাসিন্দারা

0
21

বাঁকুড়া: চার বছর ধরে গ্রাহকদের প্রাপ্য রেশন সামগ্রী দেননি ডিলার৷ এরই প্রতিবাদে ডিলারের বিরুদ্ধে রেশন দ্রব্য আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন উপভোক্তারা। মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ার রামকৃষ্ণপুর গ্রামের ঘটনা। রীতিমতো ডিলারকে বেঁধে রাখারও হুমকি দেওয়া হয়৷ যার জেরে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেজিয়া থানার পুলিশ।

রেশন গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার নব কুমার পাল দীর্ঘ কয়েক বছর ধরে সরকার নির্ধারিত রেশন দ্রব্য দিচ্ছেন না। গ্রাহক প্রিয়াঙ্কা কেওড়া বলেন, ‘‘সম্পর্কে উনি গ্রামের কাকু৷ অথচ গত চার বছর ধরে উনি আমাদের নতুন রেশন কার্ড চেপে রেখে পুরনো রেশন কার্ড ধরে আমাদের সামগ্রী দিয়ে এসেছেন৷ বিষয়টি আমরা জানতে পেরে ওর কাছে মালের সামগ্রী ফেরৎ চাইতে আসি৷ আমাদের দাবি, চার বছর চুরি করেছো, দু ’বছরের সামগ্রী ফেরৎ দাও৷’’ স্থানীয় আরেক গ্রামবাসী জয়চাঁদ পাল বলেন, ‘‘গত চার বছর ধরে উনি ১০ কেজির জায়গায় ৫ কেজি চাল দিয়েছেন৷ আমরা সেটা ফেরৎ চাই৷’’

- Advertisement -

বাসিন্দাদের অভিযোগ, এতদিন তাঁদের ‘ভুল বুঝিয়ে’ কম পরিমাণ রেশন দ্রব্য সরবরাহ করে উদ্বৃত্ত চাল, গম, আটা বেশী দামে বাজারে বিক্রি করে দিয়েছেন রেশন ডিলার৷ যদিও অভিযুক্ত রেশন ডিলার নব কুমার পাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। নির্দ্ধারিত পরিমাণ রেশন দ্রব্যই তিনি দেন বলে দাবি করেন। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার স্থানীয় রাজনীতিতে ছড়িয়েছে তীব্র উত্তেজনা৷ গ্রামবাসীরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন৷

আরও পড়ুন: মমতার পাপের ঘড়া ভরে আসছে, জুতো মারার নিদান গেরুয়া বিধায়কের