হাবড়া: আরজিকরে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় বর্তমানে বিক্ষোভে সামিল গোটা বাংলা। আর এই আবহেই বারবার সামনে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত বর্তমানে পলাতক। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার হাবড়া (Habra) থানার অন্তর্গত রাজবল্লভপুর হাই স্কুলের পিছনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার দীর্ঘক্ষণ ধরে নিখোঁজ ছিল ৭ বছরের এক শিশুকণ্যা। কোনো খবর না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছু সময় পর শিশুটিকে খুঁজে পাওয়া যায়। তারপরই জিজ্ঞাসাবাদ করলে শিশুটি গোটা ঘটনাটি বলে।
নির্যাতিতার পরিবারের দাবি, তিরিশ বছরের এক যুবক শিশুটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। রাজবল্লভপুর হাই স্কুলের পিছনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। এরপরই নির্যাতিতার পরিবার হাবড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার পরই পলাতক অভিযুক্ত। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। তল্লাশি চলছে অভিযুক্তের খোঁজে।
অন্যদিকে, শিশুটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এই ঘটনার প্রতিবাদে। পুলিশ জানিয়েছে, প্রায় দশ বছর আগে এই অভিযুক্তের বিরুদ্ধে আরও এক ধর্ষণের মামলাও রয়েছে। কিন্তু অভিযুক্ত পলাতক তাই তার মা এবং দাদাকে আটক করা হয়েছে।