সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে এলাকাবাসী, অবরোধের জেরে বিপর্যস্ত যান চলাচল

0
18

বাঁকুড়া: ফের সেতু সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন সম্মিলীত এলাকাবাসীরা। শুক্রবার বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়কের উপর ছাতনার অঙ্কিত মোড়ের কাছে আন্দোলনে বসেন স্থানীয়রা। আর এলাকার মানুষের পথ অবরোধের জেরে বিপর্যস্ত যানচলাচল।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, গত বিশানসভা নির্বাচনের সময় ছাতনার ধবন গ্রাম পঞ্চায়েত এলাকার জামথোল সেতু সংস্কারের দাবি জানিয়ে ওই এলাকার মানুষ ভোট বয়কট করেন। কিন্তু তার পরেও সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন-মসজিদের ভিতরে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

স্থানীয়দের দাবি, এই জামথোল সেতুর উপর দিয়ে বাঁকুড়ার ছাতনা ছাড়াও প্রতিবেশী জেলা পুরুলিয়ার কাশীপুর ও সাঁতুড়ি থানার ৪ টি গ্রাম পঞ্চায়েতের ৭২টি গ্রামের কয়েক হাজার মানুষ ও ছাত্র ছাত্রী প্রতিদিন যাতায়াত করেন। সেতুর যা অবস্থা যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের সর্বস্তরে সেতু তৈরির দাবি জানালেও কাজ হয়নি। আর প্রতিটা নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি তো থাকেই। কিন্তু সমস্যার সমাধান হয়নি।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

তাই এবার সেতু সংস্কারের দাবিতে সম্মিলীত আন্দোলন জারী থাকবে বলেই তারা জানিয়েছেন। এই ঘটনার খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছান ছাতনার বিডিও শিশুতোষ পরামানিক। তিনি বলেন, “বিষয়টি প্রশাসনের সর্বোচ্চস্তরে প্রস্তাবাকারে পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।”