
নিজস্ব সংবাদদাতা, মালদহ: উদ্ধার হল গলার নলিকাটা অবস্থায় বিবস্ত্র দেহ৷ বাড়ি থেকে মাত্র ৮০০ মিটার দূরে বৃদ্ধ দিনমজুরকে খুন করে ফেলে রাখা হয়েছে ভুট্টার জমিতে। এমনটাই অভিযোগ পরিবারের৷ ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে। এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা ৬৭ বছর বয়সী পেশায় দিনমজুর ইসু মণ্ডলের নলিকাটা বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে৷ বাড়ি থেকে ৮০০ মিটার দূরত্বে একটি ভুট্টার জমিতে।
জানা গিয়েছে, ইসু মণ্ডলের পাঁচ ছেলে ভিন রাজ্যে কর্মরত। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী সরলিয়া মন্ডলকে নিয়ে থাকতেন তিনি৷ পরিবার সূত্রের খবর, শুক্রবার রাতে প্রতিদিনের মতোই বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। এরপরই গলার নলি কাটা অবস্থায় বিবস্ত্র দেহ উদ্ধার হয় তাঁর।
খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না৷ তাহলে কি কারনে এমন নৃশংসভাবে খুন করা হল তাঁকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
ইসু মণ্ডলের স্ত্রী সরলিয়া মণ্ডল বলেন, ‘‘রাত ১০ টা নাগাদ প্রতিদিনের মতো বাইরে ঘুরছিল। আমি বাড়িতে আসতে বলি। কিন্তু আসবে বলেও আর বাড়ি আসেনি৷ এরপরই শনিবার গলার নলিকাটা দেহ উদ্ধার হয়েছে। কারা খুন করল কেন খুন করল কিছু জানি না। কিন্তু যারা করেছে তাদের শাস্তি চাই৷’’