
শিলিগুড়ি: চা বাগানের নালার ভিতরে ফের চিতাবাঘের ছানা (Leopard cubs)। এবার জলপাইগুড়ির মালবাজার মহকুমার (Malbazar subdivision) মেটেলি(Matiali) ব্লকে। অন্যদিকে, শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি (Siliguri Fulbari) নতুন বাজারে নালার স্লাব থেকে উদ্ধার করা হয়েছে একটি Burmese python। একই দিনে উত্তরবঙ্গের দুই প্রান্তে বন্যপ্রাণের (wildlife) দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জলপাইগুড়ি মালবাজারের Matiali community development block এর কিলকোট চা বাগান(Kilkote Tea Garden) । শনিবার সকালের শিফটে কাজ করতে এসে চা শ্রমিকরদের নজরে আসে বন্যপ্রাণের(wildlife)। দেখেন, বাগানের জল নিকাশি নালার ভেতরে গুটিমেটে মেরে শুয়ে তিন তিনটি চিতাবাঘের ছানা।
আরও পড়ুন:জনবহুল শক্তিগড়ে আততায়ীর গুলিতে মৃত্যু কয়লা ব্যবসায়ীর, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা
মা চিতাবাঘ কাছে পিঠে কোথাও ঘাপটি মেরে আছে এমন আতঙ্ক তখন দ্রুত ছড়িয়েছিল। চা বাগানের কাজ বন্ধ করে দেন আতঙ্কিত শ্রমিকরা। তবে
কংক্রিকেটের নালার ভেতরে চিতাবাঘের শাবকদের খবর দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। wildlife এর সম্ভাব্য আক্রমণ রুখতে খবর দেওয়া হয় বনদফতরে।
সাময়িক আতঙ্ক কাটিয়ে Kilkote Tea Garden এর ১০ নং সেকশনে নালায় ৩ টি Leopard cubs দেখতে জমতে থাকে ভিড়। অতি উৎসাহে কেউ কেউ কোলেও তুলে নিয়েছিল শাবকদের।
বনবিভাগের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াড থেকে আসা বনকর্মীরা বাগানে পৌঁছেই প্রথমে ভিড় হঠিয়েছেন। চিতাবাঘের শাবকদের উদ্ধার করে নালার ভেতরেই রেখে দেওয়া হয়। চা শ্রমিক সহ আশপাশের বাসিন্দাদের অনুরোধও করেছেন যাতে নালার কাছাকাছি না যান।
অভিজ্ঞ বনকর্মীদের অভিমত, খাবারের খোঁজে বেরনো মা চিতাবাঘই তার শাবকদের ফিরিয়ে নিয়ে যাবে। আর সেটা সন্ধের পরে। তাই চা বাগানের দৈন্যদিন কাজকর্ম ঘিরে বেশ কিছু বিধিনিষেধও মেনে চলতে অনুরোধ করেছেন তাঁরা। জানানো হয়েছে wildlife এর এমন আচরণ খুবই স্বাভাবিক ঘটনা।
মেটেলি ব্লকে চিতাবাঘ শাবকদের ঘিরে আতঙ্ক ও উৎসাহ কাটতে না কাটতে শিলিগুড়িতে ছড়িয়েছিল পাইথন আতঙ্ক। কমবেশি দশ ফুট লম্বা একটি Burmese python কে উদ্ধার করেছে বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে wildlife.
বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/khaskhobor2020/
বনবিভাগ ও স্থানীয় সূত্রে খবর শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ী সংলগ্ন নতুন বাজার এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় এক বিশাল আকৃতির অজগর (python) তাঁদের নজরে আসে।ভয়ে ছোটাছুটি শুরু করে দেন শ্রমিকরা।
অজগর তথা পাইথনের খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে প্রচুর মানুষ সাপ দেখতে ভিড় জমান। আত্মরক্ষার জন্য wildlife ততক্ষণে কংক্রিকের ঢালাইয়ের একটি স্লেবের তলায় ঢুকে পড়ে। ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা এসে অক্ষত অবস্থায় ফুট দশেক লম্বা Burmese python উদ্ধার করেছেন।
বনকর্মীদের বক্তব্য, wildlife ঘিরে তাদের লাগাতার সচেতনতামূলক প্রচারের জেরে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে অজগর কিংবা চিতাবাঘের শাবকদের।পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে যা জরুরি।