কাটোয়া: আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে বিক্ষোভে সামিল গোটা দেশ। এর মাঝেই ঘটে চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় মদ্যপ অবস্থায় বিশেষ ক্ষমতাসম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসী গণধোলাই দেয় অভিযুক্তকে। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কুড়ির বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই যুবতীর বাড়ি পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার মঙ্গলকোট থানা এলাকার এক গ্রামে। তবে গত মঙ্গলবার সে মায়ের সঙ্গে গ্রাম্যদেবীর পুজো উপলক্ষ্যে কাটোয়ার (Katwa) গরাগাছায় তাঁর মামাবাড়ি গিয়েছিলেন। সেখানেই গরাগাছা দিঘিরপাড়ে থাকত বাবলু দাস নামের অভিযুক্ত যুবক। মামাবাড়ি যাওয়ার পর আচমকাই যুবতীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবলুর বাড়ির কাছাকাছি ওই যুবতীকে দেখেছিলেন কয়েকজন গ্রামবাসী। বেশ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁকে।
যুবতীকে অভিযুক্তের বাড়িতে পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। এরপরই নির্যাতিতার মা স্থানীয়দের সহায়তায় কাটোয়া (Katwa) থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। ওই যুবতীকে রাস্তায় একা পেয়ে তুলে নিয়ে যায় তার বাড়িতে। সেই সময় বাড়িতে কেউ না থাকায় তার সুযোগ নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। গত বুধবার তাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল। বিচারক অভিযুক্তকে ছয়দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।