নদীয়া: যতটা প্রভাব পড়ার কথা ছিল ঘূর্ণিঝড় জাওয়াদের তততা প্রভাব পড়েনি বাংলায়। কারণ গতি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে জাওয়াদে। যদিও বেশ কিছু জায়গাতে ব্যপক বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি মাথায় নিয়েই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করেই গেদে স্টেশন থেকে শুরু করে গেদে বানপুর মাজদিয়া স্টেশন পরিদর্শন করেছেন। কোথাও কোনও ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখেছেন সাংসদ।
স্টেশন চত্বর পরিদর্শন করে সেখানের সাধারণ মানুষের মানুষের সাথে কথা বলেছেন। জানতে চেয়েছেন স্টেশনগুলি নিয়ে তাঁদের সুবিধা অসুবিধার কথা। সাংসদের প্রশ্নে গ্রামবাসীরা নিজেদের মোট করে তাঁদের অভিযোগ জানিয়েছেন। কেউ জানিয়েছেন, স্টেশনের সেড ভাঙ্গা কেউবা জানিয়েছেন রেলগেটের দাবি । তবে অনেকেই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করেছেন। সকলের কথাই মন দিয়ে শুনেছেন সাংসদ।
যাবতীয় তথ্য সংগ্রহ করতে করতে আচমকা মাজদিয়া স্টেশনের একটি চায়ের দোকানে গিয়ে হাজির হন বিজেপি সাংসদ। চায়ের দোকানের পরিবেশ দেখে আপ্লুত হন জগন্নাথ সরকার। একাধিক মুনিঋষি সহ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রেল মন্ত্রীদের ছবি। সেই দৃশ্য দেখে তিনি অবাক ও অভিভুত হন। এলাকার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখার সঙ্গে চায়ের দোকানদার গিরি ধারী বিশ্বাসের সাথে কথা বলেন এবং সেই দোকান থেকে চা পান করেন। শুধু চা খাওয়া নয় চায়ের দোকানদার সাংসদকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে জড়িয়ে ধরেন । সাংসদের হাতে চায়ের কাপ তুলে দেন। সব মিলিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেন।