পুরুলিয়া: আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। এই আবহে বারবারই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। বৃহস্পতিবার শিক্ষক দিবসে প্রকাশ্যে এল এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা। কাঠগোড়ায় অধ্যাপকের। এই ঘটনা সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। উত্তেজনা ছড়িয়েছে শিক্ষক মহলের মধ্যেও।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার দেশবন্ধু রোডে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী এই নির্যাতিতা। প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিলেন অধ্যাপকের বাড়ি। সেই সময় আচমকাই তাঁকে শ্লীলতাহানি করে ওই অধ্যাপক। এরপর বাড়ি ফিরে ছাত্রী তাঁর বাড়িতে গোটা বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার মা-বাবা। এরপরই নির্যাতিতার পরিবার স্থানীয় থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করেছেন। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত অধ্যাপকের নাম বিকাশ দত্ত। তিনি পুরুলিয়ার নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক। তার আদিবাড়ি পশ্চিম মেদিনীপুরে হলেও কর্মসূত্রে তিনি পুরুলিয়ার দেশবন্ধু রোডে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এই ভাড়া বাড়িতেই প্রাইভেট টিউশন পড়াতেন তিনি। পুলিশ এই বাড়ি থেকেই ধৃতকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার অভিযুক্ত অধ্যাপককে পুরুলিয়া আদালতে তোলা হবে।
শিক্ষক দিবসের দিন অধ্যাপকের বিরুদ্ধে এই রকম এক শ্লীলতাহানির ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে কোথায় আছে নারী নিরাপত্তা? যেখানে ছাত্রীরা অধ্যাপকের বাড়ি গিয়েই শ্লীলতাহানির স্বীকার হচ্ছেন। এই সমস্ত প্রশ্নই জাগছে সাধারণ মানুষের মনে।