খাস ডেস্ক: ফের বাড়তে পারে আলুর (Potato) দাম। আলু রফতানিতে বাঁধার সৃষ্টি হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিচ্ছে। ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিতে পারেন রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিগুলি। গত জুলাই মাসেও আলু রফতানি না হওয়ায় আলুর দাম বৃদ্ধি পেয়েছিল। যা দেখে মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের।
জানা গিয়েছে, আলু রফতানিতে পুলিশ বাঁধা দেওয়ায় গত ২০ জুলাই কর্মবিরতির ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। যার জেরে আলু নিয়ে শুরু হয়েছিল সঙ্কট। আকাশছোঁয়া আলুর (Potato) দামে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষেরা। তবে পরবর্তীকালে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ফের আগামী শনিবার থেকে কর্মবিরতির ডাক দিতে পারে আলু ব্যবসায়ী সমিতি।
এই বিষয়ে আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা বলেন, “বর্ডারে যতদিন না কাজকর্ম স্বাভাবিক হচ্ছে আমাদের কর্মবিরতি চলতে থাকবে। আমরাও কোনও কাজ করব না। আমাদের কাজ ভীন রাজ্যে আলু (Potato) রফতানি করা। এখানে বিক্রি না হওয়া আলুগুলি আমরা ভীন রাজ্যে রফতানি করি। কিন্তু সেটা করতে পারছি না। আমাদের বলা হয়েছিল সীমান্ত খুলে দেওয়া হবে শীঘ্রই। তাও এখনও হয়নি। তাই আমরা ফের কর্মবিরতির পথে হাঁটতে চলেছি।”